ঢাকা রবিবার, মে ২৫, ২০২৫
রাজবাড়ী সদর উপজেলা জাতীয় পার্টির কর্মী সম্মেলন অনুষ্ঠিত
  • স্টাফ রিপোর্টার
  • ২০২২-১১-১৮ ১৩:১১:১৪

রাজবাড়ী জেলা জাতীয় পার্টির সভাপতি অ্যাডভোকেট খন্দকার হাবিবুর রহমান বাচ্চু বলেছেন, আদালত কোনদিন রাজনীতিকে দমিয়ে রাখতে পারে না। জিএম কাদের সাহেব বসে নেই। উনি ঘরে বসেই পার্টির পরিচালনা করছেন। তিনি সারা বাংলাদেশের নেতাকর্মীদের সাথে মোবাইলে যোগাযোগ করে সবাইকে উজ্জীবিত করছেন। আমাদের চেয়ারম্যান জিএম কাদের ও মহাসচিব মুজিবুল হক চুন্নুর নেতৃত্বে জাতীয় পাটি এগিয়ে যাচ্ছে। এই সরকারের পায়ের নিচে মাটি নেই। এই সরকার টলমলে অবস্থায় আছে। তারা মুখে যাই বলুক, মাঠে হবে খেলা এটা তাদের মুখের কথা। তারা নিরপেক্ষ নির্বাচন দিক। নিরপেক্ষ নির্বাচন দিলে আওয়ামীলীগ ক্ষমতায় আসার যোগ্যতা রাখবে না। 

  গতকাল ১৮ই নভেম্বর বিকেলে জেলা জাতীয় পার্টির কার্যালয়ে সদর উপজেলা জাতীয় পার্টির কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

  সদর উপজেলা জাতীয় পার্টির সভাপতি রতন সরকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক  সার্জেন্ট আব্দুল মান্নানের সঞ্চালনায় জেলা জাতীয় পার্টির সিনিয়র সহ-সভাপতি খোন্দকার গোলাম কবির, সাধারণ সম্পাদক মোকছেদুর রহমান খান মমিন, সাংগঠনিক সম্পাদক আক্কাছ আলী বাবু, যুগ্ম-সাংগঠনিক সম্পাদক হেলাল মাহমুদ, ওলামা পার্টির সভাপতি মাওলানা লুৎফর রহমান, শ্রমিক পার্টির সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, রাজবাড়ী পৌরসভার সভাপতি আসাদুজ্জামান চাঁদ, স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি মোঃ সোলায়মান, জাতীয় যুব সংহতির সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, সদর উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক সিদ্দিকুর রহমান, আলীপুর ইউনিয়ন জাতীয় পার্টির সেক্রেটারী মোঃ সিদ্দিক, বানিবহ ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি নজরুল ইসলাম মনা ও বরাট ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি আশরাফ খান প্রমুখ বক্তব্য দেন।

পাংশায় পদ্মা ব্যারেজ নির্মাণসহ রাজবাড়ীকে এগিয়ে নিতে এখনই সময় সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করা--খৈয়ম
 রাজবাড়ী জেলা বিএনপির আহ্বায়ক এডঃ লিয়াকত আলীর বাড়িতে চুরি
রাজবাড়ী-১ আসনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী সালাম মিয়া
সর্বশেষ সংবাদ