ঢাকা রবিবার, মে ২৫, ২০২৫
বিআরডিবির উদ্যোগে রাজবাড়ীতে উপকারভোগীদের মাঝে বিনামূল্যে শস্যের বীজ বিতরণ
  • স্টাফ রিপোর্টার
  • ২০২২-১১-২৮ ১৪:২৪:৫৯

রাজবাড়ীতে দারিদ্র বিমোচনের লক্ষ্যে পুষ্টি সমৃদ্ধ উচ্চ মূল্যের অপ্রধান শস্য উৎপাদন ও বাজারজাতকরণ কর্মসূচীর আওতায় ৪০জন উপকারভোগীদের মাঝে বিনামূল্যে মশুর, শরিষা ও ভুট্টার বীজ বিতরণ করেছে বিআরডিবি। গতকাল ২৮শে নভেম্বর বিকেলে সদর উপজেলা পরিষদের হলরুমে প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক আবু কায়সার খান উপকার ভোগীদের হাতে এসব ফসলের বীজ তুলে দেন। এসময় সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডঃ ইমদাদুল হক বিশ^াস ও ভাইস চেয়ারম্যান রকিবুল হাসান পিয়াল উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী অফিসার মার্জিয়া সুলতানা ও সার্বিক সহযোগিতায় ছিলেন সদর উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা সমীর কুমার সেন।

পাংশায় পদ্মা ব্যারেজ নির্মাণসহ রাজবাড়ীকে এগিয়ে নিতে এখনই সময় সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করা--খৈয়ম
 রাজবাড়ী জেলা বিএনপির আহ্বায়ক এডঃ লিয়াকত আলীর বাড়িতে চুরি
রাজবাড়ী-১ আসনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী সালাম মিয়া
সর্বশেষ সংবাদ