ঢাকা শুক্রবার, অক্টোবর ৩১, ২০২৫
পাংশায় স্টেশন বাজার কেন্দ্রীয় মন্দিরে গনেশ পূজা অনুষ্ঠিত
  • মোক্তার হোসেন
  • ২০২০-০৮-২২ ১৫:৩৯:২৭

রাজবাড়ী জেলার পাংশা শহরের স্টেশন বাজার কেন্দ্রীয় শ্রী শ্রী দুর্গামাতা মন্দিরে গতকাল শনিবার শ্রী শ্রী গনেশ পূজা অনুষ্ঠিত হয়েছে। করোনা সংকট পরিস্থিতির কারণে সীমিত পরিসরে পূজা অর্চনা এবং সন্ধ্যা আরতি শেষে উপস্থিত ভক্তবৃন্দের মাঝে প্রসাদ বিতরণের মধ্য দিয়ে কর্মসূচী শেষ করা হয়।
  জানা যায়, সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত সময়ে পূজা অর্চনা পরিচালনা করেন মন্দিরের পুরহিত শ্রী গোপাল কুমার রায়। সন্ধ্যা আরতির সময় স্টেশন বাজার কেন্দ্রীয় শ্রীশ্রী দুর্গামাতা মন্দিরের সভাপতি, পাংশা উপজেলা দলিল লেখক ও স্ট্যাম্প ভেন্ডার সমিতির সভাপতি সুব্রত কুমার দাসের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে পাংশা উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি নির্মল কুমার কুন্ডু, সহ-সভাপতি কার্তিক সাহা, পাংশা শহরের কেন্দ্রীয় কালিমন্দিরের সভাপতি নিখিল কুমার দত্ত, সাধারণ সম্পাদক অসিত কুমার কুন্ডু, রাজবাড়ী জেলা পরিষদের সদস্য বিশিষ্ট ব্যবসায়ী উত্তম কুমার কুন্ডু, স্টেশন বাজার কেন্দ্রীয় শ্রীশ্রী দুর্গামাতা মন্দিরের সাধারণ সম্পাদক গৌতম কুমার বসাক, সাংগঠনিক সম্পাদক মহন লাল আগরওয়ালা, মন্দির কমিটির নেতৃবৃন্দ ও সনাতন ধর্মের বিভিন্ন পর্যায়ের লোকজন উপস্থিত ছিলেন।
  মন্দিরের সভাপতি সুব্রত কুমার দাস সাগর বলেন, প্রচীনতম স্টেশন বাজার কেন্দ্রীয় শ্রী শ্রী দুর্গামাতা মন্দিরে শান্তিপূর্ণ পরিবেশে সকল পূজা পালিত হয়। এবারে করোনা সংকট পরিস্থিতির কারণে সীমিত পরিসরে শ্রীশ্রী সিদ্ধিদাতা গনেশ পূজার কর্মসূচী গ্রহণ করা হয়েছে।

 গোয়ালন্দে নবাগত ইউএনও সাথী দাসের দায়িত্ব গ্রহণ
 রাজবাড়ীতে মৃত্যুবরণকারী ও গুরুতর আহত ৪জন সরকারী কর্মচারীর মাঝে অনুদানের চেক বিতরণ
 খানখানাপুরে ৩১দফা বাস্তবায়নে বিএনপি’র মতবিনিময় অনুষ্ঠিত
সর্বশেষ সংবাদ