ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
পাংশার মৌরাট ইউপিতে মিতুল হাকিমের রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
  • পাংশা প্রতিনিধি
  • ২০২০-০৮-২৩ ১৫:৪০:২০
পাংশার মৌরাট ইউপিতে গতকাল রবিবার আওয়ামী লীগ নেতা মিতুল হাকিমের রোগমুক্তি কামনায় আয়োজিত অনুষ্ঠানে আলহাজ্ব হাবিবুর রহমান মিয়া বক্তব্য রাখেন -মাতৃকণ্ঠ।

রাজবাড়ী জেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য বিশিষ্ট ব্যবসায়ী আশিক মাহমুদ মিতুলের রোগমুক্তি কামনায় গতকাল রবিবার উপজেলার মৌরাট ইউপিতে পবিত্র কোরআন খতম, আলোচনা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 
  মৌরাট ইউপি আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি, হিসাব রক্ষণ দপ্তরের অডিট শাখার অবসরপ্রাপ্ত কর্মকর্তা আলহাজ্ব মোঃ হাবিবুর রহমান মিয়ার উদ্যোগে আওয়ামী লীগ নেতা মিতুল হাকিমের রোগমুক্তি কামনায় এসব কর্মসূচীর আয়োজন করা হয়। 
  বাগদুলী বাজারস্থ আব্দুল গণি গ্লাজায় অয়োজিত অনুষ্ঠানে আওয়ামী লীগ নেতা আলহাজ্ব হাবিবুর রহমান মিয়া করোনা আক্রান্ত আওয়ামী লীগ নেতা আশিক মাহমুদ মিতুলের রোগমুক্তি কামনা করেন। সেই সাথে রাজবাড়ী-২ আসনের জাতীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিমের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন তিনি। 
  করোনা সংকট পরিস্থিতি মোকাবেলায় বীর মুক্তিযোদ্ধা জিল্লুল হাকিম এমপি এবং তার পুত্র আশিক মাহমুদ মিতুলের সামাজিক সেবামূলক কর্মকান্ড এবং ঐকান্তিক প্রচেষ্টার নানা তথ্য তুলে ধরেন তিনি।
  অনুষ্ঠানে রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আজিজুল ইসলাম, পাংশা প্রেসক্লাবের সভাপতি মোঃ মোক্তার হোসেন, মৌরাট ইউপি আওয়ামী লীগের সভাপতি এবিএম লিয়াকত আলী খান, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক মাস্টার, যুগ্ম সাধারণ সম্পাদক কেসমত আলী শেখ, এ.কে আজাদ, চাদ আলী খান, হাজী কাওসার, আব্দুর রহমান মুন্সী, পাট্টা ইউপির ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবু তারেক মোল্লা, হাফেজ মাওলানা মোঃ সাইফুল ইসলাম, মাওলানা মোঃ জুবায়ের হোসেন, মাওলানা মোঃ মতিউর রহমানসহ স্থানীয় বিভিন্ন মসজিদের ইমাম, হাফেজিখানার ছাত্র ও স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার ৫শতাধিক লোকজন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে মিলাদ ও দোয়া পরিচালনা করেন মৌরাট ইউপি আওয়ামী লীগের ধর্মীয় সম্পাদক হাফেজ মোঃ শহিদুল ইসলাম বিল্লাল।

রাজবাড়ীতে চার দফা দাবীতে কলেজ শিক্ষকদের মানববন্ধন
কালুখালীতে কৃষক কদম হত্যার সাথে জড়িতদের শাস্তির দাবীতে মানববন্ধন
বালিয়াকান্দিতে স্পোর্টস একাডেমীর প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ক্রিকেট টুর্নামেন্ট সিজন-২
সর্বশেষ সংবাদ