ট্রেনে ফেরি করে নাড়ু ও বাদাম বিক্রি করা রাজবাড়ী সদর উপজেলার পাচুরিয়া ইউনিয়নের খোলাবাড়িয়া গ্রামের বাসিন্দা জন্মান্ধ প্রবীণ গফুর মল্লিকের (৭৯) পাশে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে উপজেলা প্রশাসন। গতকাল ৩১শে অক্টোবর সকালে রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তার হাতে ২০ হাজার টাকার আর্থিক সহায়তা তুলে দিয়েছেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারিয়া হক। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারিয়া হক জানান, জন্মান্ধ গফুর মল্লিকের সংগ্রামী জীবনের বিষয়ে জানতে পেরে আমাদের এক সিনিয়র স্যার গফুর মল্লিকের জন্য কিছু আর্থিক সহায়তা পাঠিয়েছেন। সেটাই আজ তার হাতে তুলে দিলাম -মাতৃকণ্ঠ।


