রাজবাড়ীতে তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষে গতকাল ৩১শে অক্টোবর সকাল ১০টায় আলাদিপুর যুব উন্নয়ন অধিদপ্তরে জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ আয়োজনে যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রাজবাড়ী যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক চায়না ব্যানার্জীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক সুলতানা আক্তার বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) শংকর চন্দ্র বৈদ্য, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শাহিদুল ইসলাম, সিভিল সার্জনের প্রতিনিধি সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ অচিন্ত্য কুমার কীর্তনীয়া বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শ্যামল কুমার বিশ্বাস। অন্যান্যের মধ্যে এনজিও রাসের নির্বাহী পরিচালক মোঃ লুৎফর রহমান লাবু, ছাত্র প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুন, ছাত্র প্রতিনিধি মিরাজুল মাজিদ তূর্য্য, প্রশিক্ষনার্থী ইমরান হোসেন ও উদ্যোক্তা শফিকুল ইসলাম প্রমূখ বক্তব্য রাখেন।
এ সময় যুব সমাবেশে বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক, তরুণ উদ্যোক্তা ও যুব উন্নয়নের প্রশিক্ষণার্থী সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক সুলতানা আক্তার বলেন, উচ্চ শিক্ষার প্রতি গুরুত্ব কম দিয়ে কারিগরি শিক্ষার প্রতি গুরুত্ব দিতে হবে, বেকার সমস্যার সমাধান করতে হবে। তরুণদের হাত ধরেই দেশ এগিয়ে যাবে। এজন্য তরুণদেরকে বিভিন্ন প্রশিক্ষণের ব্যবস্থা করেছে সরকার। তরুণরা এর মাধ্যমে উপযুক্ত প্রশিক্ষণ নিয়ে দক্ষ হয়ে বিভিন্ন উদ্যোক্তা হচ্ছে। এর ফলে তারা আত্মকর্মসংস্থান সুযোগ পাচ্ছে। তিনি তরুণদের শক্তি ও সম্ভাবনাকে কাজে লাগিয়ে দেশ গঠনে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।
যুব সমাবেশে বক্তারা বলেন, তরুণ সমাজই আমাদের দেশের ভবিষ্যৎ। তরুণদের হাতেই আগামীর বাংলাদেশ। তরুণরায় দেশেকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। তাই তরুণদের বিভিন্ন বিষয়ের প্রশিক্ষণ নিয়ে উদ্যোক্তা হতে হবে। তারুণ্যের শক্তিকে কাজে লাগিয়ে আমাদের সামনে এগিয়ে যেতে হবে। তরুণ সমাজকে মাদকর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। মাদককে না বলতে হবে। মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। এর ফলে যুব সমাজ ধ্বংসের দিকে যাবে না।
যুব উন্নয়ন অধিদপ্তর জেলা কার্যালয় সূত্রে জানা গেছে, যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে এ পর্যন্ত ১৩হাজার ১৬৩ জনকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। ডিসেম্বর ২০২৪ পর্যন্ত মোট ১হাজার জনকে যানবাহন চালনার প্রশিক্ষণ দেওয়া হয়। যুব প্রশিক্ষণ কেন্দ্রের মাধ্যমে ১৩০৬ জনকে বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ দেওয়া হয়। এছাড়াও ৭দিন মেয়াদে এ পর্যন্ত জেলায় ৪৪ হাজার ৯৪৯ জনকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। আত্মকর্মী করা হয়েছে ১৯ হাজার ৪৮১ জনকে। যুব ৮ হাজার ২৮৩ জনের মধ্যে ২৫ কোটি ৪০ লক্ষ ৩৪ হাজার টাকা ঋণ দেওয়া হয়েছে। যুব উন্নয়নের রেজিস্ট্রেশনকৃত যুব সংগঠনের সংখ্যা ৬৫টি। যুব কল্যাণ তহবিল থেকে অনুদানপ্রাপ্ত সংগঠনের সংখ্যা ২৭২টি। প্রাপ্ত অনুদানের পরিমাণ ৫৫ লাখ ২০ হাজার টাকা।


