ঢাকা শনিবার, নভেম্বর ১, ২০২৫
কালুখালীর মোহনপুরে রাতের আঁধারে কৃষকের কলা গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৫-১০-৩১ ১৪:৫৫:২২

.  রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার মোহনপুরে গত ৩০শে অক্টোবর রাতের আঁধারে কৃষক মোকছেদ মন্ডল কলা বাগানের সব গাছ কেটে ধ্বংস করে দিয়েছে দুর্বৃত্তরা। 
 প্রতিবেশী আইনাল মৃধা বলেন, মোকসেদ মন্ডল দীর্ঘদিন ধরে এই জমিতে চাষাবাদ করে আসছেন। রাতের আঁধারে কারা এমন কাজ করলো জানি না। মানুষের সঙ্গে মানুষের শত্রুতা থাকতে পারে, কিন্তু গাছের সঙ্গে এমন শত্রুতা কেন?”
 মোকছেদ মন্ডল বলেন, তিনি কালুখালী উপজেলার কালিকাপুর ইউনিয়নের রহিম কাজীর দ্বিতীয় মেয়েকে বিয়ে করেন। তাদের কোনো ছেলে সন্তান না থাকায় তিনি তার শাশুড়ি আলেয়া বেগমের নামে মাজবাড়ি ইউনিয়নের মোহনপুর এলাকায় ৭ শতাংশ জমিতে প্রায় চার মাস আগে কলাবাগানটি তৈরি করেন। জামাতা হিসেবে তিনিই বাগানটির দেখাশোনা ও পরিচর্যা করতো। কঠোর পরিচর্যার পর বর্তমানে অধিকাংশ গাছেই কলা ধরেছিল। কিন্তু গত রাতে কে বা কারা আমার সব গাছ কেটে দিয়েছে, তা জানি না। এতে আমার ৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে। আমি প্রশাসনের কাছে এ ঘটনার বিচার চাই।
 কালুখালী থানা অফিসার ইনচার্জ(ওসি) মুহাম্মদ জাহেদুর রহমান বলেন, এ ব্যাপারে এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

 ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দেবগ্রাম ইউনিয়নে যুবদলের আলোচনা সভা অনুষ্ঠিত
 অন্ধ গফুর মল্লিককে সদর প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান
 কালুখালীর মোহনপুরে রাতের আঁধারে কৃষকের কলা গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা
সর্বশেষ সংবাদ