ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
পাংশা উপজেলার শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সাথে নবাগত ইউএনও’র পরিচিতি সভা
  • মোক্তার হোসেন
  • ২০২০-০৮-২৩ ১৫:৪০:৫৫
পাংশায় গতকাল রবিবার মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সাথে পরিচিতি সভায় নবাগত ইউএনও বিপুল চন্দ্র দাস বক্তব্য রাখেন -মাতৃকণ্ঠ।

রাজবাড়ী জেলার পাংশা উপজেলার মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সাথে গতকাল রবিবার সকালে পরিচিতি সভা করেছেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার বিপুল চন্দ্র দাস। 
  অনুষ্ঠানে সমাজে আলোকিত মানুষ গড়ে তোলার ক্ষেত্রে শিক্ষক সমাজের অবদানের নানা স্মৃতি ও অভিজ্ঞতা তুলে ধরেন নবাগত ইউএনও বিপুল চন্দ্র দাস। 
  তিনি বলেন, এখন আমি পাংশার মানুষ। পাংশার মাটি আমার জন্মভূমির গর্বিত অংশ। এখানকার মাটি ও মানুষের কল্যাণে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
  উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে পাংশা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস.এম নাসিম আখতার, মাছপাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সফুরা খাতুন, পাংশা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সান্তনা দাস, পাংশা জর্জ সরকারী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রাশেদা খাতুন, যশাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু হোসেন খান, হাবাসপুর কে.রাজ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক চাঁদ আলী সিকদার, এয়াকুব আলী চৌধুরী বিদ্যাপীঠের প্রধান শিক্ষক মোতাহার হোসেন ও সাংবাদিক মোঃ মোক্তার হোসেন প্রমূখ বক্তব্য রাখেন।
  অনুষ্ঠান উপস্থাপনা করেন উদয়পুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুল আলম। অনুষ্ঠানে একাডেমিক সুপারভাইজার, পাংশা উপজেলার মাধ্যমিক পর্যায়ের ৩৮টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ এবং মাধ্যমিক শিক্ষা অফিসের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

পাংশা রেলওয়ে স্টেশনের আধুনিকায়নের কাজ শুরু
রাজবাড়ীতে চার দফা দাবীতে কলেজ শিক্ষকদের মানববন্ধন
কালুখালীতে কৃষক কদম হত্যার সাথে জড়িতদের শাস্তির দাবীতে মানববন্ধন
সর্বশেষ সংবাদ