ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
পাংশায় সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময় সভা অনুষ্ঠিত
  • মোক্তার হোসেন
  • ২০২০-০৮-২৩ ১৫:৪৩:০৫
পাংশায় গতকাল রবিবার দুপুরে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় নবাগত ইউএনও বিপুল চন্দ্র দাস বক্তব্য রাখেন -মাতৃকণ্ঠ।

রাজবাড়ী জেলার পাংশা উপজেলায় গতকাল রবিবার দুপুরে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার বিপুল চন্দ্র দাস। 
  তিনি সমৃদ্ধ পাংশার ইতিহাস ঐতিহ্য এবং সমস্যা-সম্ভাবনার বস্তুনিষ্ঠু সংবাদ পরিবেশনের আহবান জানান। 
  পাংশা উপজেলাকে বাল্যবিয়ে ও মাদকমুক্ত উপজেলা হিসেবে গড়ে তুলতে সাংবাদিকদের আন্তরিক সহযোগিতা কামনা করেন নবাগত ইউএনও বিপুল চন্দ্র দাস।
  সাংবাদিকদের সাথে পরিচিতি এবং মতবিনিময় সভার আয়োজনের জন্য নবাগত ইউএনও বিপুল চন্দ্র দাসকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান সাংবাদিক নেতৃবৃন্দ। 
  এ সময় সাংবাদিক মোঃ মোক্তার হোসেন, এম.এ জিন্নাহ, এসএম রাসেল কবীর, মাসুদ রেজা শিশির, আব্দুর রশিদ, রতন মাহমুদ, শামীম আহম্মেদ, সৈকত শতদল, শাহীন রেজা, সেলিম মাহমুদ ও আবুল কালাম আজাদ প্রমূখ সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন। পাংশা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে দুপুর সাড়ে ১২টার দিকে আয়োজিত মতবিনিময় সভায় স্থানীয় সংবাদকর্মীগণ উপস্থিত ছিলেন।
  উল্লেখ্য, ৩১তম বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা বিপুল চন্দ্র দাস গত ১৮ই আগস্ট পাংশা উপজেলা নির্বাহী অফিসারের দায়িত্ব গ্রহণ করেন। তার আগে তিনি ভোলার মনপুরা উপজেলার উপজেলা নির্বাহী অফিসার হিসেবে কর্মরত ছিলেন।  

পাংশা রেলওয়ে স্টেশনের আধুনিকায়নের কাজ শুরু
রাজবাড়ীতে চার দফা দাবীতে কলেজ শিক্ষকদের মানববন্ধন
কালুখালীতে কৃষক কদম হত্যার সাথে জড়িতদের শাস্তির দাবীতে মানববন্ধন
সর্বশেষ সংবাদ