রাজবাড়ী জেলার পাংশা সরকারী কলেজের উদ্যোগে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষ্যে গতকাল ১৪ই ডিসেম্বর সকালে কলেজ চত্ত্বরে জাতীয় পতাকা উত্তোলন, কালো ব্যাজ ধারণ, হাবাসপুর বাজার সংলগ্ন বীর মুক্তিযোদ্ধা শহীদ আরশাদ আলী সরদারের কবরে শ্রদ্ধা নিবেদন এবং দুপুরে কলেজ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কলেজের শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক এ কে এম শফিকুল মোরশেদ রঞ্জুর সভাপতিত্বে আলোচনা সভায় কলেজের অধ্যক্ষ প্রফেসর হোসনেয়ারা খাতুনসহ শিক্ষকগণ বক্তব্য রাখেন। আলোচনা সভা শেষে কলেজের প্রভাষক আব্দুল কুদ্দুস মোল্লার পরিচালনায় দেয়া অনুষ্ঠিত হয়।