ঢাকা বুধবার, ফেব্রুয়ারী ৫, ২০২৫
বালিয়াকান্দিতে বিভিন্ন আয়োজনে সাহিত্যিক মীর মশাররফ হোসেনের বার্ষিকী পালিত
  • তনু সিকদার সবুজ
  • ২০২২-১২-১৯ ১৫:২৮:৩০

রাজবাড়ী জেলার বালিয়াকান্দিতে বিভিন্ন আয়োজনে কালজয়ী উপন্যাস ‘বিষাদ সিন্ধু’র রচয়িতা সাহিত্যিক মীর মশাররফ হোসেনের ১১১তম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে।
  এ উপলক্ষ্যে গতকাল ১৯শে ডিসেম্বর সকালে বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের পদমদী গ্রামে স্থাপিত মীর মশাররফ হোসেন স্মৃতি কেন্দ্রে উপজেলা প্রশাসন, মীর মশাররফ হোসেন ডিগ্রী কলেজ, মীর মশাররফ হোসেন স্মৃতি সংসদ, মীর মশাররফ হোসেন সাহিত্য পরিষদ, বালিয়াকান্দি আদর্শ লাইব্রেরীসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পণ করা হয়। এরপর সেখানে মীর মশাররফ হোসেনের আত্মার শান্তি কামনায় দোয়া করা হয়।
  এছাড়াও দুপুরে মীর মশাররফ হোসেন সাহিত্য পরিষদের উদ্যোগে বালিয়াকান্দি আদর্শ লাইব্রেরীতে মীর মশাররফ হোসেনের জীবনীর উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মীর মশারফ হোসেন সাহিত্য পরিষদের সভাপতি মুন্সি আমির আলীর সভাপতিত্বে আলোচনা সভায় চৌধুরী রফিকুন নবী টিটো, নুরুল ইসলাম, নারায়ণ দেবনাথ, মনিরুজ্জামান মুন্নু, বেলাল আহসান ও উত্তম গোস্বামী প্রমুখ বক্তব্য রাখেন। 
  উল্লেখ্য, সাহিত্যিক মীর মশাররফ হোসেন ১৮৪৭ সালের ১৩ই নভেম্বর কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার গড়াই নদীর তীরবর্তী লাহিনীপাড়া গ্রামে মামা বাড়ীতে জন্মগ্রহণ এবং ১৯১১ সালের ১৯শে ডিসেম্বর বালিয়াকান্দির পদমদীতে মৃত্যুবরণ করেন। 

 

দেশব্যাপী আওয়ামী সন্ত্রাস ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে রাজবাড়ীতে বিএনপির বিক্ষোভ
দৌলতদিয়ায় সুবিধাবঞ্চিত নারী ও এনজিও’র সাথে ডিসির মতবিনিময়
কালুখালীতে শীতার্তদের মাঝে  রেড ক্রিসেন্টের কম্বল বিতরণ
সর্বশেষ সংবাদ