আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবীতে গতকাল ৯ই মে সন্ধ্যায় রাজবাড়ী শহরের ১নং রেলগেট শহীদ স্মৃতি ফলকে অবস্থান কর্মসূচী পালন করেছে বিভিন্ন সংগঠন।
কর্মসূচীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, গণ অধিকার পরিষদ, ছাত্র অধিকার পরিষদ, যুব অধিকার পরিষদ, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস, হেফাজতে ইসলাম, ইসলামী ছাত্র শিবিরসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা অংশ নেন।
এ সময় তারা আমার ভাই কবরে-খুনি কেনো বাইরে, ফাঁসি ফাঁসি ফাঁসি চাই- খুনি হাসিনার ফাঁসি চাই, ক্ষমতা না জনতা-জনতা জনতা, আপোষ না সংগ্রাম-সংগ্রাম সংগ্রাম, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, ব্যান ব্যান আওয়ামী লীগ, সারা বাংলায় খবর দে, আওয়ামী লীগকে কবর দে, আওয়ামী লীগ না বাংলাদেশ-বাংলাদেশ বাংলাদেশ, জুলাইয়ের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার, আওয়ামী লীগের ঠিকানা এই বাংলায় হবে না, দিয়েছি তো রক্ত-আরও দেবো রক্ত, দালালি না রাজপথ রাজপথ, দফা এক দাবী এক- চুপ্পুর পদত্যাগ ইত্যাদি শ্লোগান দেয় কর্মসূচীতে অংশগ্রহণকারীরা।
কর্মসূচীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক মীর মাহমুদ সুজন, মূখ্য সংগঠক হাসিবুল ইসলাম শিমুল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফাহাদুল ইসলাম, সদস্য মিরাজুল মাজিদ তূর্য, খেলাফত মজলিসের আল-আমীন ও ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির শুরা সদস্য আব্দুর রহিম আল মাহমুদ সুমন প্রমুখ বক্তব্য রাখেন।
অবস্থান কর্মসূচীতে বক্তারা বলেন, আমরা দেখতে পাচ্ছি এই অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে আওয়ামী লীগের দালালেরা বসে দিনকে দিন এই গণহত্যাকারীদেরকে সেইফ এক্সিট দিয়ে, পাসপোর্ট দিয়ে, ভিসা দিয়ে তাদেরকে স্ব সম্মানে আমাদের দেশের কাঁটাতারকে পার করে দেওয়ার ব্যবস্থা করছে। অন্তর্বর্তীকালীন সরকারের এই ব্যবহারে চব্বিশের গণঅভ্যুত্থানের রক্তের সাথে বেইমানির গন্ধ পাচ্ছি। আমরা আরও দেখতে পাচ্ছি এই হাজার হাজার প্রাণ যারা দিলো, খুনি হাসিনার আদেশক্রমে যারা ছাত্র জনতার প্রাণ যারা নিলো তারা এখনো প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে।
তারা বলেন, আওয়ামী লীগের হাতে হাজারো ছাত্রের রক্ত লেগে আছে, রক্ত মাখা হাতে তারা বাংলাদেশে রাজনীতি করার অধিকার রাখে না। ৫ই আগস্ট স্বৈরাচার হাসিনা এবং গণহত্যাকারী দল হিসেবে আওয়ামী লীগের বিষয়ে এ দেশের জনগণ সিদ্ধান্ত দিয়েছে, কিন্তু দুঃখজনকভাবে আজকে ৯ মাস পরেও আওয়ামী লীগকে রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধের জন্য আমাদের আবার রাজপথে নামতে হয়েছে। এতদিন পার হলেও আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে না পারা, জুলাই অভ্যুত্থানের শহীদদের রক্তের সঙ্গে বেইমানির শামিল।
বক্তারা আরও বলেন, ফ্যাসিস্ট ও খুনি আওয়ামী লীগের বিচার নিয়ে সরকার অযথা টালবাহানা করতে চাচ্ছে। আওয়ামী লীগের নিবন্ধন বাতিল ও নিষিদ্ধের ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেওয়া হচ্ছে না। আসামীদের জামিন দিয়ে দেওয়া হচ্ছে। এসব নাটক এদেশের ছাত্র-জনতা মেনে নেবে না। জুলাইয়ে আমাদের প্রতিশ্রুতি ছিল খুনিদের বিচার, মুজিববাদীরা বাংলার মাটিতে আর কখনও রাজনীতি করতে পারবে না। অচিরেই ফ্যাসিবাদী আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। গণহত্যাকারী ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিচার নিশ্চিত ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের সুস্পষ্ট রোডম্যাপ অন্তর্বর্তীকালীন সরকারকে ঘোষণা করতে হবে। জুলাইয়ে ২হাজারের অধিক শহীদ হয়েছে, দরকার হলে আমরা আবারও রক্ত দেব।
এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রাজবাড়ী জেলা শাখার আহ্বায়ক মীর মাহমুদ সুজন, সদস্য সচিব মোঃ রাশেদুল ইসলাম, মুখ্য সংগঠক হাসিবুল ইসলাম শিমুল, যুগ্ম আহ্বায়ক সাঈদুজ্জামান সাকিব, যুগ্ম আহ্বায়ক ইব্রাহিম খলিল, যুগ্ম আহ্বায়ক আবু রায়হান রাফি, যুগ্ম সদস্য সচিব মঈন শিকদার, সদস্য মিরাজুল মাজিদ তূর্য্য, রাজবাড়ী ছাত্র অধিকার পরিষদের সভাপতি শাহীন আলম, সাধারণ সম্পাদক রিদয়, যুব অধিকার পরিষদের সভাপতি কামরুল হাসান রাশেদ, সাধারণ সম্পাদক ফজলে রাব্বি, যুব অধিকার পরিষদের সিনিয়র সহ-সভাপতি রাকিবুল হাসান রাকিব, গণ অধিকার পরিষদের পাংশা উপজেলা সভাপতি নাসিম খান, সাধারণ সম্পাদক মনির, কালুখালী উপজেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি ওবায়দুর রহমান, সাধারণ সম্পাদক হাফিজ, রাজবাড়ী জেলা শ্রমিক অধিকার পরিষদের সভাপতি রিপন মন্ডল ও সাধারণ সম্পাদক সোহেলসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।