ঢাকা রবিবার, মে ১৮, ২০২৫
শখের বসে পদ্মা নদীতে বড়শি ফেলে বাজিমাত করলো শংকর
  • সুজন কুমার বিষ্ণু
  • ২০২৫-০৫-০৯ ১৬:১০:২০

 রাজবাড়ীর পদ্মা নদীতে শখের বসে মাছ শিকারের জন্য বড়শি ফেলে ২টি বিশাল আকৃতির চিতল মাছ পেয়েছেন শৌখিন মৎস্য শিকারী ও ব্যবসায়ী শংকর পাল। যার একটির ওজন ১২ কেজি ও অন্যটির ওজন ৭ কেজি।
 গতকাল ৯ই মে বিকালে সদর উপজেলার মিজানপুর ইউনিয়নে বলতে স্লুইসগেট এলাকার পদ্মানদী থেকে মাছ দুইটি শিকার করেন তিনি।
 ব্যবসায়ী শংকর পাল বলেন, আমি ব্যবসা করি। যখন সময় পায় পদ্মা নদীতে মাঝে মাঝে শখের বসে বড়শি নিয়ে মাছ ধরতে যাই। গতকাল ৯ই মে বিকালে দোকান বন্ধ থাকে তাই পদ্মা নদীতে মাছ ধরতে যাই। আজ ২টি চিতল মাছ ধরেছি। একটির ওজন ১২ কেজি, আরেকটির ওজন ৭ কেজি। মাঝে মাঝে মাছ পাই কিন্তু এত বড় মাছ কখনো ধরিনি। মাছটি একনজর দেখার জন্য বাড়ীতে অনেক মানুষ আসছে। মাছ ২টি পেয়ে আমি খুবই আনন্দিত। পরিবারের লোকগুলোও অনেক খুশি।
 জেলা মৎস্য কর্মকর্তা মোঃ নাজমুল হুদা বলেন, পদ্মা নদীতে কিছুদিন পানি বৃদ্ধি পেয়ে আবার কমতে শুরু করেছে। তাই নদীতে বড়শী ও জেলেদের জালে বড় আকৃতির মাছ ধরা পড়ছে।

 

রাজবাড়ীতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অবহিতকরণ ও বাস্তবায়ন বিষয়ক সেমিনার
রাজবাড়ী সুইমিংপুলে শুরু হয়েছে সাঁতার প্রশিক্ষণ
রাজবাড়ীতে জেলা জন্ম ও মৃত্যু নিবন্ধন অগ্রগতি বিষয়ক সভা
সর্বশেষ সংবাদ