ঢাকা সোমবার, এপ্রিল ২৯, ২০২৪
পাংশার সেনগ্রামপাড়া মহিলা দাখিল মাদ্রাসার কমিটি গঠনে অনিয়ম ও দুর্নীতির তদন্ত শুরু
  • মোক্তার হোসেন
  • ২০২২-১২-১৯ ১৫:২৯:০৬

রাজবাড়ী জেলার পাংশা উপজেলার হাবাসপুর ইউপির সেনগ্রামপাড়া মহিলা দাখিল মাদরাসায় কমিটি গঠনে অনিয়ম দুর্নীতির অভিযোগের বিষয়ে সরেজমিন তদন্ত করেছে পাংশা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদ।
  জানা যায়, জনৈক আব্দুল মান্নান নামের এক ব্যক্তি সেনগ্রামপাড়া মহিলা দাখিল মাদরাসার কমিটির বিরুদ্ধে বিভিন্ন দপ্তরে অভিযোগপত্র প্রেরণ করে। তদন্তের দায়িত্ব পেয়ে গতকাল ১৯শে ডিসেম্বর দুপুরে সেনগ্রামপাড়া মহিলা দাখিল মাদরাসায় সরেজমিন তদন্ত করেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদ। তদন্ত কার্যক্রমের সময় অত্র মাদরাসার শিক্ষকবৃন্দ, পরিচালনা কমিটির সদস্যবৃন্দ, জনপ্রতিনিধি, মাদরাসার ছাত্রী, অভিভাবকগণ এবং এলাকার বিভিন্ন শ্রেণি পেশার প্রায় ৩/৪ শত মানুষ উপস্থিত ছিলেন।
  এ সময় পাংশা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদ, হাবাসপুর ইউপির চেয়ারম্যান আল মামুন খান, হাবাসপুর ইউপির সাবেক চেয়ারম্যান আব্দুল আলীম মন্ডল, হাবাসপুর ইউপির প্রাক্তন চেয়ারম্যান আব্দুল লতিফ খান, জয়কৃষ্ণপুর মহিলা ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোঃ ইয়াসির আরাফাত, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই মোল্লা, সেনগ্রামপাড়া মহিলা দাখিল মাদরাসার সভাপতি ডাঃ মোঃ হাফিজুর রহমান, মাদরাসার সুপার মাওলানা মোঃ আবেদ আলী ও সিরাজুল ইসলাম মাস্টার প্রমূখ বক্তব্য রাখেন।
  উপস্থিত লোকজন জানায়, আব্দুল মান্নানের অভিযোগ ভিত্তিহীন। ব্যক্তি স্বার্থের জন্য তিনি মিথ্যা অভিযোগ করে মাদরাসার সুনাম নষ্ট করছে। অত্র মাদরাসা এ বছর এমপিওভুক্ত হয়েছে। মাদরাসার শিক্ষার মান খুবই ভালো। পরপর চারবছর শতভাগ পাশের সাফল্য অর্জন করেছে সেনগ্রামপাড়া মহিলা দাখিল মাদরাসা। এরআগেও জিপিএ-৫ লাভসহ মাদরাসাটি শতভাগ পাসের সাফল্য অর্জন করে। ২০০৩ সালে মাদরাসাটি প্রতিষ্ঠিত হয়।

পাংশা উপজেলা নির্বাচনে মোটর সাইকেল প্রতীকের সমর্থনে বিভিন্ন স্থানে মিছিল-সভা
গোয়ালন্দে ছাত্রলীগের উদ্যোগে বিদ্যালয়ে বৃক্ষ রোপণ কর্মসূচি
বেলগাছি বাজারের দুই ব্যবসায়ীকে জরিমানা
সর্বশেষ সংবাদ