ঢাকা শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪
মদাপুরে পানি নিস্কাশনের জন্য সরকারী খাল খনন কাজে বাধা দেওয়ায় জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৩-০১-০৮ ০৩:৪৬:১৬

 রাজবাড়ীর কালুখালী উপজেলার মদাপুর ইউনিয়নের ৩, ৪ ও ৭নং ওয়ার্ডের তিন ফসলী জমির পানি নিস্কাশনের জন্য সরকারী খাল খনন কাজে বাধা দেওয়ায় জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন এসব ওয়ার্ডের ইউপি সদস্যরা।
গত ৫ই জানুয়ারী মদাপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য মদন কুমার প্রামানিক, ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য মাসুদ রানা, ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য শাহ আলম, মহিলা সদস্য বিউটি বেগম ও মনজিলা খাতুন জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর অভিযোগটি করেন।
ইউপি সদস্যরা জানান, ৩নং ওয়ার্ডের দোগাছি গ্রামের সোনা চাঁদ আলী মন্ডলের ছেলে সমীর মন্ডল, অছেল শেখের ছেলে সিরাজ শেখ ও ফিরোজ শেখ ওই গ্রামের সরকারী খালের জমি দখলের পর ভরাট করে। যার কারণে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে শত শত বিঘা তি ফসলী জমি এক ফসলীতে পরিনত হয়েছে। এসব জমি থেকে জলাবদ্ধতা দূরীকরণের জন্য ইউনিয়ন পরিষদ থেকে খাল খনন শুরু করা হয়। কিন্তু উল্লেখিত ওই ৩জন খাল খননে বাধা প্রদান করেন। 
ফসলি জমি রক্ষার্থে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন এসব ইউপি সদস্য।

ড্রেনের ৭০ শতাংশ কাজ না করেই ৭৭.৫ শতাংশ অর্থ উত্তোলন করেছে ঠিকাদার!
 ফরিদপুরে পদ্মা ও আড়িয়াল খাঁ নদীর ভাঙন॥আতঙ্কে স্থানীয়রা
 শত্রুতার বলি বড়ই গাছ
সর্বশেষ সংবাদ