ঢাকা রবিবার, জুলাই ২৭, ২০২৫
রাজবাড়ীতে মাসব্যাপী বিজয় আনন্দ মেলা-২০২৩ উদ্বোধন
  • রফিকুল ইসলাম
  • ২০২৩-০১-০৮ ১৩:৩৭:৪৭

রাজবাড়ী শহরের শ্রীপুর অ্যাক্রোবেটিক প্রশিক্ষণ কেন্দ্র সংলগ্ন মাঠে মাসব্যাপী ‘বিজয় আনন্দ মেলা-২০২৩’ উদ্বোধন করা হয়েছে। 

   গতকাল ৮ই জানুয়ারী বিকালে প্রধান অতিথি হিসাবে জেলা পরিষদের চেয়ারম্যান এ.কে.এম শফিকুল মোরশেদ আরুজ আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন করেন। মেলা উদযাপন কমিটির সভাপতি কাজী ওয়াজ্জেহাত আলী ফরিদের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে রাজবাড়ী সরকারী আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর দিলীপ কুমার কর, অন্যান্যদের মধ্যে জেলা আওয়ামী লীগের সাবেক কোষাধ্যক্ষ আজগর আলী, জেলা যুব মহিলা লীগের সাবেক সভাপতি মীর মাহফুজা খাতুন মলি প্রমুখ বক্তব্য রাখেন। এ সময় দাদশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেলোয়ার শেখ দেলোসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। 
   প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদের চেয়ারম্যান এ.কে.এম শফিকুল মোরশেদ আরুজ বলেন, আনন্দ-উৎসব বাঙালী সংস্কৃতির সাথে ওতপ্রোতভাবে জড়িত। আশা করি এ মেলার মাধ্যমে লোকজ শিল্প ও দেশীয় পণ্যের প্রচার-প্রসার হবে। রাজবাড়ীবাসী সাময়িক সময়ের জন্য হলেও মেলায় এসে আনন্দ ও চিত্ত-বিনোদনের সুযোগ পাবে। তবে মেলায় কোনো অশ্লীলতা বা জুয়া-হাউজি চলবে না। তিনি সকলকে বাঙালী সংস্কৃতির সাথে সমন্বয় রেখে মেলায় অংশগ্রহণের আহ্বান জানান। 

রাজধানীতে আনন শিশু সাহিত্য আসর ও পুরস্কার বিতরণ
ফরিদপুরে গ্রামের বাড়ীতে চিরনিদ্রায় শায়িত হলো ৩য় শ্রেণির ছাত্রী রাইসা
মাইলস্টোন স্কুলের বিমান দুর্ঘটনায় নেপালে বাংলাদেশ দূতাবাসে শোক বই উন্মুক্তকরণ
সর্বশেষ সংবাদ