ঢাকা বৃহস্পতিবার, মে ২, ২০২৪
পাংশার অষ্টাদশপল্লী পাগলের আশ্রমের মহানামযজ্ঞ অনুষ্ঠান পরিদর্শন করেন এমপি জিল্লুল হাকিম
  • মোক্তার হোসেন
  • ২০২৩-০১-০৯ ১৩:২৯:১৮

 রাজবাড়ীর পাংশা উপজেলার পাট্টা ইউপির বিলজোনা অষ্টাদশপল্লী সর্বজনীন পাগলের আশ্রমে (পাগল শ্রীশ্রী সীতানাথ ব্রহ্মচারীর সাধন ভূমি) ৩৮তম বার্ষিক ২৪প্রহরব্যাপী অখন্ড শ্রীশ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান চলছে। গতকাল ৯ই জানুয়ারী সন্ধ্যায় মহানামযজ্ঞ অনুষ্ঠান পরিদর্শন করেন রাজবাড়ী-২ আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম।
রবীন্দ্রনাথ বিশ্বাসের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে এমপি মোঃ জিল্লুল হাকিম, রাজবাড়ী জেলা পরিষদের চেয়ারম্যান একেএম শফিকুল মোরশেদ আরুজ, পাংশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি খন্দকার সাইফুল ইসলাম (বুড়ো), পাংশা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ জালাল উদ্দিন বিশ্বাস, পাট্টা ইউপির চেয়ারম্যান আব্দুর রব (মুনা বিশ্বাস), শৈলকুপা উপজেলার আমলশা ইউপির চেয়ারম্যান শিবানন্দ বিশ্বাস প্রমূখ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন শৈলেন্দ্রনাথ বিশ্বাস ও উপস্থাপনা করেন বিনোদ কুমার মাষ্টার।
এসময় জেলা পরিষদের পাংশা উপজেলা ওয়ার্ডের নবনির্বাচিত সদস্য গোবিন্দ কুন্ডু, কসবামাজাইল ইউপির চেয়ারম্যান শাহরিয়ার সুফল মাহমুদ, পাংশা উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি অনিল কুমার বিশ্বাস, পাংশা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শাহিদুল ইসলাম মারুফ প্রমূখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জানা যায়, গত ৬ই জানুয়ারী শ্রীশ্রী মহানামযজ্ঞের শুভ অধিবাস এবং ৭ই জানুয়ারী থেকে মহানাম সংকীর্তন শুরু হয়। ১০ই জানুয়ারী অরুণোদয়ে মহানাম সমাপনান্তে কুঞ্জভঙ্গ, নগরপরিক্রমা, মধ্যাহ্নে শ্রীশ্রী মহাপ্রভুর ভোগরাগ অন্তে মহাপ্রসাদ বিতরণ করা হবে।

 

 রাজবাড়ীতে ছাত্রলীগের উদ্যোগে পথচারীদের মাঝে শরবত বিতরণ
বালিয়াকান্দিতে চলাচলকারী অবৈধ যানবাহন  প্রতিনিয়ত ঘটাচ্ছে দুর্ঘটনা॥নির্বিকার প্রশাসন
রাজবাড়ী জেলা নির্মাণ শ্রমিকের উদ্যোগে মহান মে দিবস পালিত
সর্বশেষ সংবাদ