ঢাকা রবিবার, এপ্রিল ৬, ২০২৫
গোয়ালন্দে শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
  • মইনুল হক মৃধা
  • ২০২৩-০১-১০ ১৩:৩৪:৫৪

রাজবাড়ীর গোয়ালন্দে উপজেলা পর্যায়ের ৪ দিনব্যাপী ৫১তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়েছে। 

   গতকাল ১০ই জানুয়ারী সকালে দৌলতদিয়া মডেল হাই স্কুলের মাঠে প্রধান অতিথি হিসাবে উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোস্তফা মুন্সী প্রতিযোগিতার উদ্বোধন করেন। 
উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাকির হোসেনের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস পারভীন, অন্যান্যদের মধ্যে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার তাহমিনা বেগম, দৌলতদিয়া মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক সহিদুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ ইকবাল হাসান। 
এ সময় উপজেলার বিভিন্ন মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, উপজেলার মাধ্যমিক পর্যায়ের স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শিক্ষার্থীরা প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে অংশ নিচ্ছে।

যৌথ বাহিনীর অভিযানে অবৈধ অস্ত্র-গুলি উদ্ধার
 রাজবাড়ীতে ঈদ পরবর্তী যাত্রা নিরাপদ ও সড়কে দুর্ঘটনা রোধকল্পে মোবাইল কোর্টের তৎপরতা
রাজবাড়ীর পুলিশ সুপারের উদ্যোগে লাশ পরিবহনে বিনামূল্যে এ্যাম্বুলেন্স সেবা চালু
সর্বশেষ সংবাদ