ঢাকা রবিবার, এপ্রিল ৬, ২০২৫
রাজবাড়ীর পুলিশ সুপারের উদ্যোগে লাশ পরিবহনে বিনামূল্যে এ্যাম্বুলেন্স সেবা চালু
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৫-০৪-০৫ ১৫:২২:৪৯

রাজবাড়ী জেলার মধ্যে বিভিন্ন বেওয়ারিশ, অজ্ঞাত ও অস্বাভাবিক মৃত্যুজনিত মরদেহ মর্গে আনতে ও মর্গ থেকে মরদেহ বাড়ীতে পৌঁছে দিতে ব্যবহার করা হতো ভাড়ায় চালিত ভ্যান, নসিমন ও অটোরিকশা। এতে যেমন লাশের পরিবারের গুনতে হতো অতিরিক্ত টাকা, তেমনি তাদের নানা ভোগান্তিতেও পড়তে হতো। 
 রাজবাড়ী জেলায় যোগদানের পরেই এ বিষয়টি নজরে আসে পুলিশ সুপার মোছাঃ শামিমা পারভীনের। এরপর তিনি বিষয়টি খোঁজখবর নিয়ে অস্বাভাবিক মৃত্যুজনিত মরদেহ পরিবহনের জন্য ব্যক্তিগত উদ্যোগে চালু করেছেন বিনামূল্যে এ্যাম্বুলেন্স সেবা।
 গতকাল ৫ই মার্চ বিকেলে সরেজমিনে রাজবাড়ী শহরের কলেজ রোডের ড্রাই আইস ফ্যাক্টারী এলাকার মর্গে গিয়ে দেখা যায় ৩টি মরদেহ ময়না তদন্ত শেষ করে মর্গে রাখা হয়েছে। জেলা পুলিশের এ্যাম্বুলেন্স এসে একে একে মরদেহ গুলো নিয়ে সদর উপজেলার সুলতানপুর, দাদশী ইউনিয়নের হোসনাবাদ ও গোয়ালন্দে নিয়ে যাওয়া হয়।
 জেলা পুলিশ সূত্রে জানা গেছে, লাশ পরিবহনের ভোগান্তির বিষয়টি পুলিশ সুপারের নজরে আসার পর নিজ উদ্যোগে গত ৯ই ফেব্রুয়ারী লাশ পরিবহনের জন্য বিনামূল্যে এ্যাম্বুলেন্স সেবা উদ্বোধন করেন তিনি। এরপর গত ১১ই ফেব্রুয়ারী থেকে ওই এ্যাম্বুলেন্সে লাশ পরিবহন শুরু হয়। গত ১১ই ফেব্রুয়ারী থেকে গতকাল ৫ই এপ্রিল পর্যন্ত ৫৩ দিনে জেলা পুলিশের এ্যাম্বুলেন্সে মোট ১৯টি লাশ পরিবহন করা হয়। এর মধ্যে সদর থানায় ৮টি, গোয়ালন্দ ঘাট থানায় ৩টি, কালুখালী থানায় ৫ টি ও পাংশা থানার ৩টি লাশ পরিবহন করা হয়।
 জানা গেছে, বেওয়ারিশ, অজ্ঞাত ও অস্বাভাবিক মৃত্যুজনিত মরদেহ পরিবহনের জন্য মরদেহের পরিবারকে মরদেহ মর্গে আনা এবং মর্গ থেকে নেওয়ার জন্য ২হাজার থেকে ২৫০০ শত টাকা এবং কোন কোন সময় ৩/৪ হাজার টাকাও লাগতো। এতো টাকা মরদেহের পরিবারের পক্ষে দেয়া সম্ভব হতো না। এই টাকা নিয়ে অনেক দর কাষাকষিও হতো। অনেক সময় পচা, গলা ও দুর্গন্ধযুক্ত মরদেহ অনেকে পরিবহন করতে চাইতেন না। এতে মরদেহের পরিবার ও পুলিশ সদস্যদের নানা হয়রানী শিকার হতে হতো।
 রাজবাড়ী মর্গে নিয়োজিত ডোম রতন সরকার বলেন, আগে বেওয়ারিশ লাশ পরিবহনের জন্য ভ্যান ও নসিমন ব্যবহার করা হতো। অনেকেই পচা দুর্গন্ধযুক্ত লাশ গুলো তুলতে চাইতো না। এতে লাশের পরিবারের লোকজনসহ পুলিশ ভোগান্তিতে পড়তো। লাশ আনা ও নেওয়া খরচ নিয়ে চালকদের সাথে দরকাষাকষি হতো। পুলিশের এই এ্যাম্বুলেন্স চালু করার পর ভোগান্তি কমেছে।
 গোয়ালন্দ উপজেলা থেকে লাশ আনা নেওয়ার কাজে নিয়োজিত আবুল কালাম ওরফে লাশ কালাম বলেন, প্রায় ১৫-১৬ বছর থেকে আমি গোয়ালন্দ থেকে লাশ মর্গে আনা নেওয়ার কাজ করে থাকি। পচা, গলা লাশ কেউ নিতে চাইতো না। লাশ প্রতি আমি ২০০০ থেকে ২৫০০ টাকা নিয়ে থাকতাম। পুলিশের লাশ পরিবহনের এ্যাম্বুলেন্স সেবা চালু হওয়ার পর থেকে আমি গোয়ালন্দ থেকে লাশ আনা নেওয়া করি না। তবে পচা দুর্গন্ধযুক্ত লাশ হলে সেটা ঘটনাস্থল থেকে  এ্যাম্বুলেন্সে তুলে দেওয়া ও ময়না তদন্তের পর মর্গ থেকে লাশ এ্যাম্বুলেন্সে তুলে দিয়ে থাকি।
 গোয়ালন্দ ঘাট থানার কনস্টেবল এসকেন্দার বলেন, পচা, গলা ও দুর্গন্ধযুক্ত লাশ মর্গে আনতে আগে অনেক ঝামেলা হতো। ভ্যান ও নসিমনের চালকরা লাশগুলো আনতে চাইতো না। আবার আনলেও তার অতিরিক্ত টাকা দাবী করতো। এতে লাশের পরিবারসহ আমরা যারা পুলিশ সদস্যরা আছি তারা ভোগান্তিতে পড়তাম। বিষয়টি পুলিশ সুপারের নজরে আসার পর তিনি তার ব্যক্তিগত উদ্যোগে বিনামূল্যে লাশ পরিবহনের জন্য এ্যাম্বুলেন্স চালু করেন। এতে করে ওই লাশের পরিবারসহ আমরা পুলিশ সদস্যরা উপকৃত হচ্ছি। আমাদের কাজও সহজ হয়ে যাচ্ছে।
 রাজবাড়ী সদর থানার পরিদর্শক(তদন্ত) রাসেল মোল্লা বলেন, রাজবাড়ীর ৫টি থানায় আগে যে অপমৃত্যু হতো সেই লাশগুলো বিভিন্ন ভ্যান ও নসিমনে করে আনা হতো। অনেক সময় পচা, গলা, দুর্গন্ধ যুক্ত লাশ অনেকে আনতে চাইতো না। এতে লাশের পরিবার, আত্মীয় স্বজনসহ যেই পুলিশ সদস্যরা এই কার্যক্রমে জড়িত থাকতো তারাও নাজেহাল হতো। ব্যাপকভাবে হয়রানীর শিকার হতো। এছাড়াও লাশের পরিবারকে লাশ আনা ও নেওয়ার জন্য গুনতে হতো অনেক টাকা। এতে তারা দুর্ভেগে পড়তো। এ বিষয়টি আমাদের পুলিশ সুপারের নজরে আসার পর তিনি ব্যক্তিগত উদ্যোগে লাশ পরিবহনের জন্য বিনামূল্যে এ্যাম্বুলেন্স সেবা চালু করেন। এতে করে সাধারণ জনগণ উপকৃত হচ্ছে। আমরা পুলিশ সদস্যরাও উপকৃত হচ্ছি। পুলিশ সুপারের এই ব্যতিক্রমী উদ্যোগের জন্য তাকে ধন্যবাদ জানাচ্ছি। 
 রাজবাড়ীর পুলিশ সুপার মোছাঃ শামিমা পারভীন বলেন, একজন মানুষের অস্বাভাবিক মৃত্যু হলে তার লাশ ময়না তদন্তের জন্য মর্গে আনা এবং ময়না তদন্ত শেষে লাশ বাড়ীতে নিয়ে যাওয়ার জন্য ওই পরিবারকে পরিবহন খরচ দিয়ে নিয়ে যেতে হতো। বিষয়টি আমার কাছে অমানবিক মনে হয়েছে। তাই আমি ব্যক্তিগত উদ্যোগে অস্বাভাবিক মৃত্যুজনিত লাশ আনা নেওয়ার জন্য বিনামূল্যে এ্যাম্বুলেন্স সেবা চালু করেছি। এটা জেলাবাসী উপকৃত হচ্ছে।

 

যৌথ বাহিনীর অভিযানে অবৈধ অস্ত্র-গুলি উদ্ধার
 রাজবাড়ীতে ঈদ পরবর্তী যাত্রা নিরাপদ ও সড়কে দুর্ঘটনা রোধকল্পে মোবাইল কোর্টের তৎপরতা
রাজবাড়ীর পুলিশ সুপারের উদ্যোগে লাশ পরিবহনে বিনামূল্যে এ্যাম্বুলেন্স সেবা চালু
সর্বশেষ সংবাদ