ঢাকা শনিবার, মে ৪, ২০২৪
পাংশায় সন্ত্রাসী হামলায় আহত কৃষক রশিদ মন্ডলের পাশে দাড়ালো বাসক
  • মোক্তার হোসেন
  • ২০২৩-০১-১১ ১৩:২০:১৬

 সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রাজবাড়ীর পাংশা উপজেলার পাট্টা ইউপির ১নং ওয়ার্ডের ডেঁপা গ্রামের কৃষক আব্দুর রশিদ মন্ডল (৫০)কে আইনি সহায়তা দিতে তার পাশে এসে দাঁড়িয়েছেন ঢাকাস্থ বাংলাদেশ আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশনের (বাসক) পরিচালক সাবরিনা আক্তার। গতকাল ১১ই ডিসেম্বর সকালে পাংশা হাসপাতালে আব্দুর রশিদ মন্ডলের চিকিৎসার খোঁজ খবর নেওয়ার পাশাপাশি ঘটনার বিষয়ে পাংশা মডেল থানা পুলিশের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি। সন্ত্রাসীদের হামলায় আব্দুর রশিদ মন্ডলের বাম হাত ও ডান পা ভাঙ্গাসহ শরীরের বিভিন্ন স্থানে ফোলা জখম হয়।
জানা যায়, গত ৬ই জানুয়ারী সকাল ১০টার দিকে নিজ গ্রামে হামলার শিকার হন কৃষক আব্দুর রশিদ মন্ডল। ঘটনার পরপরই মুমুর্ষ অবস্থায় তাকে পাংশা হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার পরদিন আব্দুর রশিদ মন্ডল নিজে বাদী হয়ে একই গ্রামের আকিদুল ইসলাম, জজ আলী, সোরাই বিশ্বাস, আসাদুল, মতিয়ার বিশ্বাস, আরিফুল, রুবেল, তিতাল, আলিম মন্ডল, জহির মন্ডলের নাম উল্লেখ করাসহ অজ্ঞাত আরো ৪/৫ জনকে আসামী করে পাংশ মডেল থানায় মামলা দায়ের করেন। মামলা নং ৩, ধারা- ১৪৩/৪৪৭/৩২৩/৩২৫/৩২৬/৩০৭/৩৭৯/৫০৬/১১৪ পেনাল কোড।
  আহত আব্দুর রশিদ রশিদ মন্ডলের পিতা সিরাজ মন্ডল (৮০) জানান, আমার পুত্র আব্দুর রশিদ মন্ডল সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হয়ে পাংশা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সন্ত্রাসীরা তার হাত-পা ভেঙ্গে দিয়েছে। তার অবস্থা ভালো না। মামলার আসামীরা জামিনে এসে হুমকি দিচ্ছে। ঘটনার প্রতিকার চান তিনি।
এদিকে, আব্দুর রশিদ মন্ডলের ওপর হামলা চালিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে।

বালিয়াকান্দির নতুনচরে বাল্যবিয়ে পন্ড বরের জরিমানা॥কনের পিতা কারাগারে
কালুখালী উপজেলা পরিষদের নির্বাচনে উত্তাপ নেই চেয়ারম্যান প্রার্থী টিটো চৌধুরী সুবিধাজনক অবস্থানে
আসন্ন পাংশা উপজেলা নির্বাচন উপলক্ষ্যে পূজা উদযাপন পরিষদের মতবিনিময় সভা
সর্বশেষ সংবাদ