রাজবাড়ীর পাংশা উপজেলা আওয়ামী লীগের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষ্যে গত ১০ই জানুয়ারী বিকালে দলীয় কর্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এরপর অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম। পাংশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মাছপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খন্দকার সাইফুল ইসলাম বুড়ো’র সভাপতিত্বে এবং উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল ওহাব মন্ডলের সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি হিসাবে জেলা পরিষদের চেয়ারম্যান এ.কে.এম শফিকুল মোরশেদ আরুজ, অন্যান্যদের মধ্যে পাংশা পৌর আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র ওয়াজেদ আলী মন্ডল, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওদুদ সরদার অতুর, উপজেলা আওয়ামী মহিলা লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সংরক্ষিত মহিলা ওয়ার্ডের সদস্য সফুরা খাতুন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জালাল উদ্দিন বিশ্বাস, উপজেলা ছাত্রলীগের সভাপতি কামাল আল মামুন প্রমুখ বক্তব্য রাখেন। এ সময় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মোঃ জিল্লুল হাকিম বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের ভূমিহীন ও গৃহহীনদের ঠিকানা করে দিচ্ছেন। গরীব মানুষের বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা করেছেন। বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতাসহ বিভিন্ন ভাতা দিচ্ছেন। ভর্তুকি দিয়ে চাল-ডালসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্য দিচ্ছেন। দেশের ব্যাপক উন্নয়ন করে যাচ্ছেন। দেশের মানুষ এখন অনেক ভালো আছে। আগামীতে আরও ভালো থাকার জন্যে দলীয় নেতাকর্মীদের ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকার বিজয়ের লক্ষ্যে কাজ করতে হবে।