ঢাকা সোমবার, এপ্রিল ২৯, ২০২৪
পাংশা আদি মহাশ্মশানে ৭২ প্রহর ব্যাপী মহানামযজ্ঞের প্রস্তুতি সভা
  • মোক্তার হোসেন
  • ২০২৩-০১-১৩ ১৩:৪৯:২২

রাজবাড়ী জেলার পাংশা আদি মহাশ্মশানে আগামী ৪ঠা ফেব্রুয়ারী থেকে অখন্ড ৭২ প্রহর ব্যাপী মহানামযজ্ঞ ও মেলা অনুষ্ঠিত হবে। 
  এ লক্ষ্যে গতকাল ১৩ই জানুয়ারী দুপুরে মহানামযজ্ঞ অনুষ্ঠানের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
  পাংশা আদি মহাশ্মশান কমিটির সভাপতি ও বাংলাদেশ স্ট্যাম্প ভেন্ডার সমিতির কেন্দ্রীয় সভাপতি সুব্রত কুমার দাস সাগরের সভাপতিত্বে প্রস্তুতি সভায় পাংশা আদি মহাশ্মশানের সাবেক সভাপতি ও পাংশা উপজেলা পূজা উদযাপন পরিষদের প্রধান উপদেষ্টা অনিল কুমার বিশ্বাস, ডক্টর কাজী মোতাহার হোসেন কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ বিকাশ চন্দ্র বসু, এয়াকুব আলী চৌধুরী বিদ্যাপীঠের প্রতিষ্ঠাকালীন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক সুশীল কুমার মুদী, রাজবাড়ী জেলা পরিষদের পাংশা উপজেলা ওয়ার্ডের নবনির্বাচিত সদস্য ও পাংশা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গোবিন্দ কুন্ডু, পাংশা উপজেলা পূজা উদযাপন পরিষদের সদস্য সচিব অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা এ্যাডভোকেট ভজ গোবিন্দ দে, এয়াকুব আলী চৌধুরী স্মৃতি পাঠাগারের সহসাধারণ সম্পাদক চিত্তরঞ্জন কুন্ডু, পাংশা আদি মহাশ্মশান কমিটির সাধারণ সম্পাদক দীপক কুন্ডু, পাংশা উপজেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি নির্মল কুমার কুন্ডু, পাংশা উপজেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সিনিয়র সহসভাপতি বিশিষ্ট ব্যবসায়ী উত্তম কুমার (কার্ত্তিক সাহা), বিশিষ্ট ব্যবসায়ী তাপস পাল, মৌরাট ইউনিয়ন নামযজ্ঞ উদযাপন পরিষদের সভাপতি ও পাংশা সরকারী কলেজ শিক্ষক পরিষদের সহসাধারণ সম্পাদক শিব শংকর চক্রবর্তী, গৌর গোপাল চৌধুরী(বাবুল চৌধুরী), দ্বিজেন্দ্রনাথ দাস ও প্রণয় কুমার বাগচী প্রমুখ বক্তব্য রাখেন।
  সভায় পাংশা আদি মহাশ্মশানে ৭২ প্রহর ব্যাপী মহানামযজ্ঞের শুভ অধিবাসের দিন (৪ঠা ফেব্রুয়ারী) শোভাযাত্রা বের করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এছাড়া ৭২ প্রহর ব্যাপী মহানামযজ্ঞ ও মেলার বিভিন্ন উপ-কমিটির সকলকে যথাযথভাবে দায়িত্ব পালনের মাধ্যমে শান্তিপূর্ণ পরিবেশে মহানামযজ্ঞ ও মেলার কার্যক্রম পরিচালনার গুরুত্বারোপ করা হয়।
  প্রস্তুতি সভায় সনাতন হিন্দু ধর্মের বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন। দুপুর ১২টায় শুরু হয়ে বিকাল সাড়ে ৩টায় সভার কার্যক্রম শেষ হয়।

 

পাংশা উপজেলা নির্বাচনে মোটর সাইকেল প্রতীকের সমর্থনে বিভিন্ন স্থানে মিছিল-সভা
গোয়ালন্দে ছাত্রলীগের উদ্যোগে বিদ্যালয়ে বৃক্ষ রোপণ কর্মসূচি
বেলগাছি বাজারের দুই ব্যবসায়ীকে জরিমানা
সর্বশেষ সংবাদ