ঢাকা রবিবার, এপ্রিল ৬, ২০২৫
রাজবাড়ী সদরের মিজানপুরে ব্যক্তি উদ্যোগে অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
  • রফিকুল ইসলাম
  • ২০২৩-০১-২১ ১৩:০২:৫৮

রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের সূর্যনগর দারুস সুন্নাহ হাফিজিয়া কওমী মাদ্রাসার মাঠে দুস্থ অসহায় শীতার্তদের মাঝে ব্যক্তি উদ্যোগে শতাধিক কম্বল বিতরণ করেন আবুল কালাম আজাদ।

  গতকাল ২১শে জানুয়ারী সকালে তার পক্ষে কম্বল বিতরণ করেন সূর্যনগর রেলগেট বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ও দারুস সুন্নাহ হাফিজিয়া কওমী মাদ্রাসার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মোঃ বকুলজ্জামান এবং সূর্যনগর দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ জালাল উদ্দিন মোল্লা।

  কম্বল বিতরণ অনুষ্ঠানে রাজবাড়ী পৌরসভার কর্মচারী সংসদের সভাপতি আব্দুল খালেক নাদুর সভাপতিত্বে ওই মাদ্রাসার সভাপতি মোঃ সিদ্দিক মিজি, মুহতামিম হাফেজ মাওলানা মোঃ মাহাবুব হোসেন, সূর্যনগর রেলগেট বাজার জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা মোঃ মাহাবুব, সূর্যনগর রেলগেট বাজার ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি রোকন ডাক্তার, আব্দুল জলিল খান, গোলাপ মন্ডল, তোফাজ্জেল হোসেন মন্ডল ও বারেক ডাক্তার বক্তব্য রাখেন। অনুষ্ঠানে সঞ্চালনা করেন হাফেজ মাওলানা মোঃ আব্দুল আলিম।

  উল্লেখ্য, আবুল কালাম আজাদ রাজবাড়ী সদর উপজেলার বানীবহ ইউনিয়নের বাসিন্দা। 

যৌথ বাহিনীর অভিযানে অবৈধ অস্ত্র-গুলি উদ্ধার
 রাজবাড়ীতে ঈদ পরবর্তী যাত্রা নিরাপদ ও সড়কে দুর্ঘটনা রোধকল্পে মোবাইল কোর্টের তৎপরতা
রাজবাড়ীর পুলিশ সুপারের উদ্যোগে লাশ পরিবহনে বিনামূল্যে এ্যাম্বুলেন্স সেবা চালু
সর্বশেষ সংবাদ