ঢাকা শুক্রবার, অক্টোবর ৩১, ২০২৫
পাংশার মাছপাড়ায় সড়ক দুর্ঘটনায় ছাত্রলীগের সাবেক সেক্রেটারী সিসিল হাসপাতালে
  • পাংশা প্রতিনিধি
  • ২০২৩-০১-২৩ ১৯:৫০:১৮

পাংশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মাছপাড়া ইউপির চেয়ারম্যান খন্দকার সাইফুল ইসলাম (বুড়ো)’র একমাত্র পুত্র খন্দকার তাজবীর হাসান সিসিল(২৮) গতকাল ২৩শে জানুয়ারী দুপুরে মাছপাড়া বাজারে সড়ক দুর্ঘটনায় আহত হয়েছে।

  তাকে রাজধানী ঢাকার মুগদা বনশ্রী এলাকার বেসরকারী ফ্রেন্ডশীপ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। খন্দকার তাজবীর হাসান সিসিল পাংশা উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এবং এলাকার প্রতিষ্ঠিত ব্যবসায়ী।

  জানা যায়, গতকাল সোমবার দুপুরে মাছপাড়া ইউনিয়ন পরিষদের নিকটস্থ মসজিদে যোহরের নামাজ পড়ে দুপুর পৌনে ২টার দিকে মাছপাড়া স্টেশনের পাশে মোড়ে টিকুর মুদি দোকানের সামনে রাস্তার পাশে দাঁড়িয়ে গল্প করছিলেন খন্দকার সিসিল। ওই সময় পেঁয়াজ বোঝাই একটি বাটাহাম্বার গাড়ি খন্দকার সিসিলের ডান পায়ে চাপা দেয়। চিৎকার দিয়ে মাটিতে পড়ে গেলে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে দ্রুত পাংশা হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে যায়। ঘটনার সময় স্থানীয়রা পেঁয়াজ বোঝাই বাটাহাম্বার গাড়িটিকে ধাওয়া করলে রাস্তার উপর গাড়ী ফেলে রেখে চালক পালিয়ে যায়।

  এদিকে পাংশা হাসপাতালের জরুরী বিভাগে প্রয়োজনীয় চিকিৎসা শেষে খন্দকার সিসিলকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করা হয়। তাকে রাজধানী ঢাকার মুগদা বনশ্রী এলাকার বেসরকারী ফ্রেন্ডশীপ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তিনি আশংকামুক্ত বলে জানা গেছে।

 গোয়ালন্দে নবাগত ইউএনও সাথী দাসের দায়িত্ব গ্রহণ
 রাজবাড়ীতে মৃত্যুবরণকারী ও গুরুতর আহত ৪জন সরকারী কর্মচারীর মাঝে অনুদানের চেক বিতরণ
 খানখানাপুরে ৩১দফা বাস্তবায়নে বিএনপি’র মতবিনিময় অনুষ্ঠিত
সর্বশেষ সংবাদ