ঢাকা বৃহস্পতিবার, ডিসেম্বর ২৬, ২০২৪
গোয়ালন্দ উপজেলায় শেখ কামাল আন্তঃস্কুল ও মাদ্রাসা অ্যাথলেটিকস প্রতিযোগিতা অনুষ্ঠিত
  • আবুল হোসেন/মইনুল হক মৃধা
  • ২০২৩-০১-২৮ ১৩:৪৩:৫৪

রাজবাড়ী জেলার গোয়ালন্দে শেখ কামাল আন্তঃস্কুল ও মাদ্রাসা অ্যাথলেটিকস প্রতিযোগিতা-২০২৩ অনুষ্ঠিত হয়েছে।

  গোয়ালন্দ উপজেলা প্রশাসনের আয়োজনে ও বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনের সার্বিক সহযোগিতায় এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

  গতকাল ২৮শে জানুয়ারী গোয়ালন্দ নাজির উদ্দিন পাইলট সরকারী উচ্চ বিদ্যালয়ের মাঠে প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার উদ্বোধন করেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী আলহাজ¦ কাজী কেরামত আলী। 

  গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাকির হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোস্তফা মুন্সী, গোয়ালন্দ পৌরসভার মেয়র মোঃ নজরুল ইসলাম মন্ডল, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস পারভীন, সহকারী কমিশনার(ভূমি) মোঃ আশরাফুর রহমান ও গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ স্বপন কুমার মজুমদার বক্তব্য রাখেন।

  এ সময় পৌরসভার সাবেক মেয়র শেখ মোঃ নিজাম, উজানচর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ গোলজার হোসেন মৃধা, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর নাসির উদ্দীন রনিসহ মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার প্রধান শিক্ষকগণ উপস্থিত ছিলেন। প্রতিযোগিতা শেষে বিকেলে বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

গোয়ালন্দে একই স্থানে বিএনপির দুই গ্রুপের জনসভার ডাক॥জনমনে উৎকণ্ঠা
 মাছপাড়ায় জামায়াতে ইসলামীর উদ্যোগে ফ্রি ব্লাড ক্যাম্পেইন
পাংশার মাছপাড়া ইউপিতে টিসিবি’র পণ্য বিক্রি
সর্বশেষ সংবাদ