ঢাকা শুক্রবার, জুলাই ১১, ২০২৫
রাজবাড়ীতে অর্ধগলিত দুই বেওয়ারিশ লাশ দাফন করলো আঞ্জুমান মফিদুল
  • রফিকুল ইসলাম
  • ২০২৩-০১-৩০ ১৪:২৭:২৮

রাজবাড়ীতে অর্ধগলিত দুই বেওয়ারিশ লাশ দাফন করেছে আঞ্জুমান মফিদুল ইসলাম। 

  গতকাল ৩০শে জানুয়ারী সকালে ভবানীপুর ড্রাইচ ফ্যাক্টারী এলাকায় আঞ্জুমান মফিদুল ইসলামের জেলা কার্যালয়ে জানাজা শেষে ভবানীপুর ২নং কবরস্থানে লাশ দুটি দাফন করা হয়।

  নামাজে জানাযায় ইমামতি করেন আঞ্জুমান মফিদুল ইসলাম রাজবাড়ী জেলা শাখার নির্বাহী সদস্য হাফেজ মোঃ শফিকুল ইসলাম।

  জানাযায় আঞ্জুমান মফিদুল ইসলাম জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ ওয়াজি উল্লাহ মন্টুসহ স্থানীয়রা অংশগ্রহণ করেন।

  মোঃ ওয়াজিউল্লাউ মন্টু জানান, লাশ দুটির মধ্যে গত ২৫শে জানুয়ারী রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া লঞ্চঘাটের পল্টুনের পাশে পদ্মা নদী থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করে নৌ-পুলিশ। এছাড়া কালুখালী উপজেলার তফাদিয়া মধ্যপাড়া রেলগেট এলাকা থেকে গত ২৭শে জানুয়ারী অজ্ঞাত পরিচয়ের এক মহিলার লাশ উদ্ধার করে জিআরপি পুলিশ। মহিলার আনুমানিক বয়স ৩০ বছর। লাশ দুইটির ময়না তদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। ময়না তদন্ত শেষে অজ্ঞাত লাশ দুইটি আঞ্জুমান মফিদুল ইসলামের কাছে হস্তান্তর করা হয়।

রাজবাড়ীতে জিপিএ-৫ প্রাপ্তিতে শীর্ষে সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়॥পাসের হারে এগিয়ে সরকারী উচ্চ বিদ্যাল
রাজবাড়ীতে গ্রাহকদের বিদ্যুৎ বিলের কোটি টাকা আত্মসাতকারী সেই মোক্তার পাকড়াও
 ফরিদপুর-ভাঙ্গা সড়কজুড়ে অসংখ্য খানাখন্দ সৃষ্টি॥চরম ভোগান্তির কবলে যাত্রী ও চালকরা
সর্বশেষ সংবাদ