ঢাকা বৃহস্পতিবার, ডিসেম্বর ২৬, ২০২৪
দক্ষতা জোরদার করার লক্ষ্যে উদ্বুদ্ধকরণ কর্মশালা
  • শামীম হোসেন
  • ২০২৩-০২-০১ ১৪:২৫:৩০

রাজবাড়ী জেলার পাংশায় শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও লাইব্রেরীর দায়িত্ব পালনকারী শিক্ষকদের নিয়ে মাধ্যমিক শিক্ষার্থীদের মধ্যে পড়ার অভ্যাস এবং পড়ার দক্ষতা জোরদার করার লক্ষ্যে উদ্বুদ্ধকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এ কর্মশালার বাস্তবায়ন সহযোগী হিসেবে রয়েছে বিশ^ সাহিত্য কেন্দ্র।
  গতকাল ১লা ফেব্রুয়ারী পাংশা উপজেলা পরিষদ মিলনায়তনে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের অন্তর্ভুক্ত পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচীর আওতায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় পাংশার ৫৯টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও লাইব্রেরীর দায়িত্ব পালনকারী শিক্ষকরা অংশ গ্রহণ করেন। 
  কর্মশালায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ আলী ও সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবুল কালাম আজাদ। 
  উদ্বুদ্ধকরণ কর্মশালার মূল প্রবন্ধ উপস্থাপনের মাধ্যমে পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচীর কর্মপরিকল্পনা ও বাস্তবায়ন প্রক্রিয়া পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে তুলে ধরেন বিশ্ব সাহিত্য কেন্দ্রের টিম ম্যানেজার আবু বক্কার লিটন। 
  উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবুল কালাম আজাদ বলেন, উদ্বুদ্ধ করণ কর্মশালার অন্যতম উদ্দেশ্য মাধ্যমিক পর্যায়ের ছাত্র-ছাত্রীদের মধ্যে তাদের মন এবং বয়স উপযোগী বই পড়ায় আগ্রহী করে তোলা। পাঠাভ্যাসের প্রসার ও সুযোগ বৃদ্ধিকরা। কর্মসূচী পরিচালনার জন্য প্রতিটি প্রতিষ্ঠানের নির্বাচিত শিক্ষকদের প্রশিক্ষণ, শিক্ষার্থীদের মূল্যায়ন, বই পড়াশেষে মূল্যায়নের ভিত্তিতে পুরস্কার প্রদান এবং শিক্ষা প্রতিষ্ঠানে লাইব্রেরী টেকসই ও কার্যকর করার লক্ষ্যে বিশ্ব সাহিত্য কেন্দ্র এবং শিক্ষামন্ত্রণালয়ের একযোগে কাজ করে যাচ্ছে। বই পড়ার গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে আজকের এই কর্মশালা। উপজেলায় পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচী বাস্তবায়নে সার্বিক সহযোগিতা প্রদান করবেন মর্মে প্রতিশ্রুতি প্রদান করেন।
  উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ আলী বিভিন্ন দৃষ্টিকোণ থেকে বই পড়ার গুরুত্ব তুলে ধরেন। উপস্থিত শিক্ষক ও সংগঠকদের কর্মসূচীর ব্যাপারে উদ্বুদ্ধ করেন এবং প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। কর্মসূচী পরিচালনা করার ব্যাপারে সর্বাত্মক সহযোগিতা করার প্রতি প্রতিষ্ঠান প্রধান ও সংগঠক গণদের আহ্বান করেন।

 

গোয়ালন্দে একই স্থানে বিএনপির দুই গ্রুপের জনসভার ডাক॥জনমনে উৎকণ্ঠা
 মাছপাড়ায় জামায়াতে ইসলামীর উদ্যোগে ফ্রি ব্লাড ক্যাম্পেইন
পাংশার মাছপাড়া ইউপিতে টিসিবি’র পণ্য বিক্রি
সর্বশেষ সংবাদ