ঢাকা শনিবার, এপ্রিল ৫, ২০২৫
বালিয়াকান্দিতে ৩ কেজি গাঁজাসহ ২জন গ্রেফতার
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৩-০২-০১ ১৪:২৬:০৫

রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার খোর্দ্দ মেগচামী গ্রামের কিরন মেম্বারের মোড় এলাকা থেকে ৩ কেজি গাঁজাসহ ২জন মাদক বিক্রেতাকে ডিবি আটক করেছে।
  গত ৩১শে জানুয়ারী রাত সাড়ে ৮টার দিকে খোর্দ্দ মেগচামী গ্রামের কিরন মেম্বারের মোড় সংলগ্ন মোঃ ইয়াকুব আলীর বাড়ীর সামনে পাকা রাস্তার উপর থেকে তাদেরকে আটক করা হয়। উদ্ধারকৃত গাঁজার মূল্য ১লক্ষ ২০হাজার টাকা।
  আটককৃতরা হলো- ফরিদপুরের কোতয়ালী উপজেলার কানাইপুর ইউনিয়নের ফুরশা গ্রামের খোরশেদ মাতুব্বরের ছেলে কবির মাতুব্বর(৩০) ও একই জেলার মধুখালী উপজেলার মেগচামী গ্রামের সাইদ শেখের ছেলে মোহাম্মদ হোসেন শেখ(৩২)।
  রাজবাড়ী ডিবি’র ওসি মোঃ মনিরুজ্জামান খান জানান, গত ৩১শে জানুয়ারী রাতে এসআই মোহাম্মদ মোজাম্মেল হক, এসআই জাহাঙ্গীর মাতুব্বরসহ ডিবির সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে খোর্দ্দ মেগচামী গ্রামের কিরন মেম্বারের মোড় সংলগ্ন মোঃ ইয়াকুব আলীর বাড়ীর সামনে পাকা রাস্তার উপর থেকে ৩ কেজি গাঁজাসহ তাদেরকে আটক করে।
  এ বিষয়ে বালিয়াকান্দি থানায় মাদক আইনে মামলা করা হয়েছে।

 

বালিয়াকান্দিতে ঈদের ছুটিতেও চলছে গ্রামাঞ্চলের মানুষের স্বাস্থ্যসেবা প্রদান
রামকান্তপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ঈদের ছুটিতে চলছে স্বাস্থ্যসেবা প্রদান
ঈদযাত্রায় স্বস্তি ঃ দৌলতদিয়া ঘাটের সার্বিক পরিস্থিতি পরিদর্শনে পুলিশ সুপার
সর্বশেষ সংবাদ