ঢাকা শনিবার, এপ্রিল ১২, ২০২৫
রাজবাড়ী সদরের শহীদওহাবপুরে ডিবির অভিযানে ইয়াবাসহ বিক্রেতা গ্রেফতার
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৩-০২-০৩ ২০:০৫:৩৬

রাজবাড়ী সদর উপজেলার শহীদওহাবপুর ইউনিয়নের ধুলদী জয়পুর এলাকা থেকে গত ২রা ফেব্রুয়ারী রাত ৯টার দিকে ৩শ পিস ইয়াবা ট্যাবলেটসহ বিক্রেতা শুভ কাজী (২০)কে গ্রেফতার করেছে ডিবি।

  গ্রেফতারকৃত শুভ কাজী রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর ইউনিয়নের দেওয়ান পাড়া গ্রামের শফিক কাজীর ছেলে।

  রাজবাড়ী ডিবি’র ওসি মোহাম্মদ মনিরুজ্জামান খান বলেন, গ্রেফতারকৃত শুভ কাজী একজন মাদক বিক্রেতা। আমাদের কাছে তথ্য ছিল তার কাছে মাদকের চালান রয়েছে। এমন তথ্যের ভিত্তিতে গত ২রা ফেব্রুয়ারী রাত ৯টার দিকে রাজবাড়ী সদর শহীদ ওহাবপুর ইউনিয়নের ধুলদী জয়পুর (ক্লাব) এলাকা থেকে ৩শ পিছ ইয়াবাসহ তাকে হাতেনাতে গ্রেফতার করা হয়।

  এ বিষয়ে রাজবাড়ী সদর থানায় মাদক আইনে মামলা করা হয়েছে। গতকাল ৩রা ফেব্রুয়ারী আদালতের মাধ্যমে শুভ কাজীকে কারাগারে পাঠানো হয়েছে।

রাজবাড়ীতে ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগের প্রথম দিনের ইভেন্ট সম্পন্ন
রাজবাড়ীতে ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগ সংক্রান্তে বিশেষ ব্রিফিং
রাজবাড়ীতে ৯৪টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের কাছে ফিরিয়ে দিল পুলিশ
সর্বশেষ সংবাদ