ঢাকা শনিবার, এপ্রিল ১২, ২০২৫
রাষ্ট্রপতি নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী বাছাই করবেন প্রধানমন্ত্রী
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৩-০২-০৭ ১৫:০৪:০১


আজ সন্ধ্যায়  জাতীয়  সংসদ ভবনে অনুষ্ঠিত আওয়ামী লীগের সংসদীয় দলের এক  বৈঠকে আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী মনোনয়নের ক্ষমতা প্রধানমন্ত্রী ও দলীয়  প্রধানকে দেয়া হয়েছে। 
বৈঠকের বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সাংবাদিকদের  ব্রিফ করেন। 
তিনি বলেন, ‘রাষ্ট্রপতি নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী মনোনয়নের ক্ষমতা দলীয় প্রধান শেখ হাসিনাকে দেওয়ার ব্যাপারে একটি প্রস্তাব এসেছে এবং প্রস্তাবটি  সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। সকল প্রকার জল্পনা-কল্পনা  এখন ঐক্যের প্রতীক প্রধানমন্ত্রী শেখ হাসিনা শেষ করবেন।’
আওয়ামী লীগের প্রর্থীরা আগামী ১২ ফেব্রুয়ারি রাষ্ট্রপতি পদে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে মনোনয়ন জমা দেবেন।
সভায়  প্রধানমন্ত্রী তার বক্তব্যে দলী  সংসদ সদস্যদের নিজ নিজ  নির্বাচনী এলাকার জনগণের সঙ্গে যোগাযোগ বাড়াতে  এবং গত ১৪ বছরে তার সরকারের করা বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড তুলে ধরার পরামর্শ দেন। 
আগামী নির্বাচনে নৌকা প্রতীকে  ভোট চাইতে দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে তিনি উন্নয়নমূলক কর্মকান্ড অব্যাহত রাখার অঙ্গীকার করেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সংসদ উপনেতা মতিয়া চৌধুরী, চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বৈঠকে  বক্তব্য রাখেন।
 

তথ্য উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ
গ্রীষ্মে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে কর্মপরিকল্পনা গ্রহণের জন্য ডেসকোর চেয়ারম্যানের নির্দেশনা
প্রথম ধাপে ১ লাখ ৮০ হাজার রোহিঙ্গা ফেরত নেওয়ার নিশ্চয়তা দিলো মিয়ানমার
সর্বশেষ সংবাদ