ঢাকা রবিবার, মে ২৫, ২০২৫
রাজবাড়ীতে মেয়র কাপ ক্রিকেট টুর্ণামেন্ট আনুষ্ঠানিক উদ্বোধন॥অংশ নিচ্ছে ৯টি দল
  • আসহাবুল ইয়ামিন রয়েন
  • ২০২৩-০২-০৮ ১৪:৫৪:৪৯

 রাজবাড়ী পৌরসভার আয়োজনে শহরের বীর মুক্তিযোদ্ধা শহীদ খুশি রেলওয়ে ময়দানে শুরু হয়েছে মেয়র কাপ ক্রিকেট টুর্ণামেন্ট। 
  গতকাল ৮ই ফেব্রুয়ারী সকালে রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ¦ কাজী কেরামত আলী প্রধান অতিথি হিসেবে বেলুন ও পায়রা উড়িয়ে টুর্ণামেন্টের উদ্বোধন করেন।
  রাজবাড়ী পৌরসভার মেয়র মোঃ আলমগীর শেখ তিতুর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে জেলা পরিষদের চেয়ারম্যান একেএম শফিকুল মোরশেদ আরুজ, বিদায়ী অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোঃ মাহাবুর রহমান শেখ, অতিরিক্ত পুলিশ সুপার(অর্থ ও প্রশাসন) মোহাম্মদ সালাহ উদ্দিন ও জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি হেদায়েত আলী সোহরাব প্রমুখ বক্তব্য রাখেন। 
  এ সময় রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ মোঃ শাহাদত হোসেন, রাজবাড়ী পৌরসভার কমিশনারগণ, বিভিন্ন পর্য়ায়ের কর্মকর্তাগণসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
  উদ্বোধনী অনুষ্ঠানে রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ¦ কাজী কেরামত আলী বলেন, আজকে বীর মুক্তিযোদ্ধা শহীদ খুশি রেলওয়ে ময়দানে পৌরসভার মেয়র যে ক্রিকেট টুর্ণামেন্টের আয়োজনে করেছে সেটি আমাদের যুব সমাজকে খেলাধুলায় ফিরিয়ে আনার জন্য অবশ্যই একটি ভালো উদ্যোগ। খেলাধুলা মানুষের মনকে বিকশিত করার মাধ্যমে আনন্দ দেয় ও শরীরকে সুস্থ রাখে। রাজবাড়ীবাসী খেলাধুলাকে ভালবাসে বলেই আজকে মাঠে এত মানুষের সমাগম হয়েছে। আমি মনে করি ফাইনাল খেলায় আরো বেশী দর্শকের সমাগম হবে। ক্রিকেট খেলা বাংলাদেশে অনেক জনপ্রিয় হয়ে গেলেও আমাদের গ্রাম বাংলায় ফুটবল খেলা এখনও সমভাবে জনপ্রিয়। তবে ক্রিকেট খেলার বিশে^ বাংলাদেশের পরিচিতি এনে দিয়েছে। এই খেলায় পুরুষের পাশাপাশি আমাদের মেয়েরাও ক্রিকেট ও ফুটবলে অনেক এগিয়ে গেছে। একটি দেশকে জানতে গেলে সে দেশের সংস্কৃতি জানতে হয়। খেলাধুলা একটি দেশের সংস্কৃতির মধ্যে পড়ে বলে আমি বিশ^াস করি। এই ক্রিকেট টুর্নামেন্টের আয়োজনের জন্য তিনি রাজবাড়ী পৌরসভার মেয়রকে ধন্যবাদ জানান।
  এছাড়াও তিনি খেলোয়ারদের ভালো খেলার মাধ্যমে নিজেদেরকে আন্তর্জাতিক ক্রিকেট হিসেবে গড়ে তোলার আহবান জানান।
  এছাড়াও অন্যান্য বক্তাগণ তাদের বক্তব্যে মাদক ছেড়ে খেলাধুলা করা, প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশের সার্বিক উন্নয়নসহ খেলাধুলার বিভিন্ন বিষয় বিশেষ করে ক্রিকেটে বাংলাদেশের সাফল্যের কথা তুলে ধরে বক্তব্য রাখেন। 
  টুর্ণামেন্টের পৌরসভার ৯টি ওয়ার্ড থেকে একটি করে দল অংশগ্রহণ করেছে। উদ্বোধনী ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করেন রাজবাড়ী পৌরসভার ২নং ওয়ার্ড ও ৮নং ওয়ার্ড দল। 

 

পাংশায় পদ্মা ব্যারেজ নির্মাণসহ রাজবাড়ীকে এগিয়ে নিতে এখনই সময় সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করা--খৈয়ম
 রাজবাড়ী জেলা বিএনপির আহ্বায়ক এডঃ লিয়াকত আলীর বাড়িতে চুরি
রাজবাড়ী-১ আসনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী সালাম মিয়া
সর্বশেষ সংবাদ