ঢাকা বুধবার, জুলাই ৩০, ২০২৫
তুরস্ক ও সিরিয়ার নাগরিকদের মৃত্যুতে আজ দেশে রাষ্ট্রীয় শোক পালিত
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৩-০২-০৮ ১৬:১৯:১৬

ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়ার নাগরিকদের মৃত্যুতে এক দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে বাংলাদেশ।
মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে গতকাল বুধবার এ কথা জানিয়ে বলা হয়, ‘সাম্প্রতিক ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়ার নাগরিকদের মৃত্যুতে ৯ই ফেব্রুয়ারী বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে ১দিনের শোক পালন করা হবে।’
  এতে আরও বলা হয়, এ উপলক্ষ্যে  ৯ই ফেব্রুয়ারী বৃহস্পতিবার বাংলাদেশের সকল সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্ত্বশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠানসহ সকল সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশস্থ বাংলাদেশ মিশনসমূহে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে এবং নিহতদের আত্মার শান্তির জন্য দেশের সকল ধর্র্মীয় প্রতিষ্ঠানে বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে।

ফিউচার ইনভেস্টমেন্ট গ্লোবাল কনফারেন্সে প্রধান উপদেষ্টাকে সৌদি যুবরাজের আমন্ত্রণ
পদ্মা ব্যারেজ ও দ্বিতীয় পদ্মা সেতু বাস্তবায়নে রাজনৈতিক অঙ্গীকার সবচেয়ে বেশি প্রয়োজন--বিএনপির মহাসচিব
বিমান দুর্ঘটনায় নিহত মাইলস্টোনের শিক্ষার্থী রাজবাড়ীর জারিফের ঢাকায় দাফন সম্পন্ন
সর্বশেষ সংবাদ