রাজবাড়ী কালেক্টরেটের কর্মকর্তা ও কর্মচারীদের আয়োজনে গতকাল ৯ই ফেব্রুয়ারী বিকালে অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোঃ মাহাবুর রহমান শেখের বদলী জনিত বিদায় সংবর্ধনা প্রদান করা হয়।
কালেক্টরেটের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক আবু কায়সার খানের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে জেলা প্রশাসনের স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক মোঃ আসাদুজ্জামান রিপন, নবাগত অতিরিক্ত জেলা প্রশাসক মোছাঃ খোরশেদা খাতুন, অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি) সূবর্ণা রানী সাহা, উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ, জেলা প্রশাসনের সহকারী কমিশনারগণসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিদায়ী অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোঃ মাহাবুর রহমান শেখকে ফুলেল শুভেচ্ছা, ক্রেস্ট ও উপহার সামগ্রী প্রদান করা হয়।
এদিকে সূত্র জানায়, গতকাল ৯ই ফেব্রুয়ারী রাজবাড়ী জেলা প্রশাসক আবু কায়সার খানের স্বাক্ষরিত এক আদেশে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি) সূবর্ণা রানী সাহাকে জেলা প্রশাসক(সার্বিক) হসেবে এবং নবাগত অতিরিক্ত জেলা প্রশাসক মোরশেদা খাতুনকে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।
উল্লেখ্য, গত ২৪শে জানুয়ারী জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোঃ মাহাবুর রহমান শেখকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগে সিনিয়র সহকারী সচিব পদে এবং তার সহধর্মিনী ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) মোসাঃ তাসলিমা আলীকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সিনিয়র সহকারী সচিব পদে বদলী করা হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ মাহাবুর রহমান শেখ গত ২৬/১১/২০২০ তারিখে রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয়ে যোগদানের পর এডিএম, এডিসি শিক্ষা ও আইসিটি, এডিসি জেনারেল এবং ভারপ্রাপ্ত ডিডিএলজি’র দায়িত্ব সুনামের সাথে পালন করেন। ২বছর ৫ মাস ১৪ দিন দায়িত্ব পালন শেষে তিনি নতুন কর্মস্থলে যোগদানের জন্য গতকাল ৯ই ফেব্রুয়ারী সন্ধ্যায় রাজবাড়ী ত্যাগ করেন।