ঢাকা রবিবার, এপ্রিল ৬, ২০২৫
রাজবাড়ীতে তাইবা ট্রেডিং এন্ড ম্যানুফ্যাকচারিং কোম্পানীর পরিচিতি সভা অনুষ্ঠিত
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৩-০২-১০ ১৩:১৮:১৪

রাজবাড়ী শহরের পান্না চত্ত্বরে স্থানীয় রেস্টুরেন্টে গতকাল ১০ই ফেব্রুয়ারী বিকালে তাইবা ট্রেডিং এন্ড ম্যানুফ্যাকচারিং কোম্পানীর পরিচিতি ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে।

  অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে রাজবাড়ী পৌরসভার মেয়র মোঃ আলমগীর শেখ তিতু ও বিশেষ অতিথি হিসেবে রাজবাড়ী সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রকিবুল হাসান পিয়াল উপস্থিত ছিলেন।

  তাইবা গ্রুপ এন্ড ড্রিম ন্যাশনাল ও হোপ জেনারেল ট্রেডিং কন্ট্রাকটিং কোম্পানীর ম্যানেজিং ডিরেক্টর মানিক মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে পৌরসভার ৭নং ওয়ার্ড কাউন্সিলর জহির রাজ, ব্যবসায়ী মাসুদুর রহমান রিঙ্কু, করিম চৌধুরী মুন্নু, ঢাকার ব্যবসায়ী মতিউর রহমানসহ স্থানীয় ব্যবসায়ী ও তাইবা ট্রেডিং এন্ড ম্যানুফ্যাকচারিং কোম্পানীর ডিলাররা বক্তব্য রাখেন।

  তাইবা গ্রুপ এন্ড ড্রিম ন্যাশনাল ও হোপ জেনারেল ট্রেডিং কন্ট্রাকটিং কোম্পানীর  ম্যানেজিং ডিরেক্টর মানিক মোল্লা বলেন, ডিটারজেন পাউডার, হারপিক, টয়লেট ক্লিনার, গ্লাস ক্লিনার, হ্যান্ড ওয়াশ, হদুলের গুড়া, ধনিয়ার গুড়া ও মরিচের গুড়াসহ ১৫টি পণ্য নিয়ে রাজবাড়ীতে তাইবা ট্রেডিং এন্ড ম্যানুফ্যাকচারিং কোম্পানীর পথচলা শুরু হয়েছে। রাজবাড়ী সেন্ট্রাল জেলখানা এলাকায় কোম্পানীর নিজস্ব কারখানায় এসব পণ্য প্রস্তুত করা হচ্ছে। রাজবাড়ীর মানুষের জন্য কর্মসংস্থানের কথা চিন্তা করে আমি রাজবাড়ীতে এই কোম্পানী করেছি। এই কোম্পানীর গুণগত মান অনেক ভাল। শুধু রাজবাড়ীই নয় পর্যায়ক্রমে সারাদেশেই তাইবা কোম্পানীর পণ্য পাওয়া যাবে। এমনকি দেশের গন্ডি পেরিয়ে বিদেশেও তাইবার পণ্য পাঠানো হবে।

রাজবাড়ীতে জামায়াতে ইসলামীর উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
পরকীয়ার টানাপোড়েনে প্রবাসীর স্ত্রীকে হত্যা করে নোয়াখালী হেমায়েত॥পুলিশের অভিযানে গ্রেপ্তার
 পানিতে ডুবে বোনের মৃত্যুতে রাব্বির সুন্নতে খতনার অনুষ্ঠানের আনন্দ রূপ নিল বিষাদে!
সর্বশেষ সংবাদ