রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের রাজধরপুর মাধ্যমিক বিদ্যালয়ের সূবর্ণজয়ন্তী উপলক্ষ্যে গত ৯ই ফেব্রুয়ারী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বিতর্ক প্রতিযোগিতায় রাজবাড়ী জেলার ৮টি দল যথাক্রমে- রাজধরপুর মাধ্যমিক বিদ্যালয়, রাজবাড়ী সরকারী উচ্চ বিদ্যালয়, রাজবাড়ী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়, ইয়াছিন উচ্চ বিদ্যালয়, বালিয়াকান্দি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়, রামদিয়া বেনী মাধব বিপিন চন্দ্র উচ্চ বিদ্যালয়, বহরপুর উচ্চ বিদ্যালয় ও বহরপুর বালিকা উচ্চবিদ্যালয় অংশগ্রহণ করে।
এ প্রতিযোগিতায় বালিয়াকান্দি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন এবং ইয়াছিন উচ্চ বিদ্যালয় রানার আপ হয়।
প্রতিযোগিতা শুরুর আগে আয়োজিত আলোচনা সভায় রাজধরপুর মাধ্যমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা পরিষদের সভাপতি এম এ হান্নানের সভাপতিত্বে সাবেক জেলা শিক্ষা কর্মকর্তা আজিজা খানম, রাজবাড়ী ডিবেট এসোসিয়েশনের সভাপতি সৈয়দ সিদ্দিকুর রহমান, রাজবাড়ী সরকারী আদর্শ মহিলা কলেজের সহকারী অধ্যাপক আহসান হাবীব, রাজবাড়ী জেলা শিল্পকলা একাডেমীর কালচারাল অফিসার পার্থ প্রতিম দাস, রাজধরপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ মুহাম্মদ ওয়াহিদুজ্জামান ও রাজবাড়ী ডিবেট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ফারুক উদ্দিন বক্তব্য রাখেন।
এ সময় ফরিদপুর সুগার মিলের ব্যবস্থাপক পরিচালক কমল কান্তি সরকার, রাজবাড়ীর শিশু রাজ্যের অধ্যক্ষ মোহাম্মদ সাইফুল্লাহসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
আজিজা খানম তার বক্তৃতায় বলেন, শিক্ষার্থীদের মননশীলতা, ভালো মানসিকতা, মেধার বিকাশ, জ্ঞানার্জন ও তথ্যানুসন্ধানের জন্যে বিতর্ক প্রতিযোগিতা সহায়ক ভূমিকা রাখে। এজন্য শিক্ষার্থীদের বিতর্কের চর্চা করতে হবে। বক্তব্যের এক পর্যায়ে তিনি মঞ্চের সামনে উপস্থিত শিক্ষার্থীদের মাঝে গিয়ে শিক্ষার্থীদের সাথে আলাপচারিতায় অংশ নেন এবং আগামী দিন গুলোতে শিক্ষার্থীদের স্বপ্ন আরো পোক্ত সুদৃঢ় করতে বলেন।
সৈয়দ সিদ্দিকুর রহমান রাজধরপুর বিদ্যালয়কে সুন্দর মানুষ তৈরির সাজানো বাগান বলে আখ্যায়িত করেন। বিদ্যালয়ের সভাপতি, প্রধান শিক্ষকসহ সমস্ত শিক্ষকদের এবং প্রাক্তণ শিক্ষার্থীদের প্রতি সুন্দর আয়োজনের জন্যে ধন্যবাদ জানান।
সভাপতি এম এ হান্নান অনুষ্ঠানের অতিথিদের ধন্যবাদ এবং বিতর্ক উৎসব আয়োজন কমিটির আহ্বায়ক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক নীলমনি মন্ডলকে সুন্দর আয়োজনের প্রশংসা করে আলোচনা পর্বের পরিসমাপ্তি করেন।
বিকালে অনাড়ম্বরপূর্ণ সূবর্ণ জয়ন্তী বিতর্ক প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠিত হয়।