ঢাকা শনিবার, এপ্রিল ৫, ২০২৫
রাজবাড়ী থিয়েটারের নাট্যোৎসবের দ্বিতীয় সন্ধ্যায় দুইটি নাটক মঞ্চস্থ
  • রফিকুল ইসলাম
  • ২০২৩-০২-১০ ১৩:২০:০১

রাজবাড়ী থিয়েটারের ৪ যুগ পূর্তি উপলক্ষে চার দিনব্যাপী নাট্যোৎসবের দ্বিতীয় দিন গতকাল ১০ই ফেব্রুয়ারী সন্ধ্যায় ও রাতে দুইটি নাটক মঞ্চস্থ হয়েছে।
  ‘নাটক হোক সমাজ পরিবর্তনের হাতিয়ার’ শ্লোগানকে সামনে রেখে শহরের আজাদী ময়দানে স্থাপিত কমরেড রেজাউল করিম মঞ্চে সন্ধ্যা সাড়ে ৬টায় ঢাকার বাতিঘরের ঊর্ণাজাল মাংকি ট্রায়াল ও রাত সাড়ে ৮টায় পাংশার বহুবচন থিয়েটারের বৈতংসিক নাটক মঞ্চস্থ হয়। 
  উল্লেখ্য, গত ৯ই ফেব্রুয়ারী সকালে রাজবাড়ী শহরের ঐতিহাসিক আজাদী ময়দান থেকে শোভাযাত্রার মাধ্যমে রাজবাড়ী থিয়েটারের চারদিন ব্যাপী নাট্যোৎসব শুরু হয়।
  প্রধান অতিথি হিসেবে নাট্যোৎসবের উদ্বোধন করেন ভারতের রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত নাট্যজন প্রবীর গুহ। আগামী ১২ই ফেব্রুয়ারী পর্যন্ত চলবে এ নাট্যোৎসব।
  উদ্বোধনকালে অন্যান্যের মধ্যে রাজবাড়ী থিয়েটারের সভাপতি আসাদুজ্জামান চৌধুরী বাবলা, বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক নাসিম শফি ও মাহামুদুল ইসলাম মাসুদ, রাজবাড়ীর বিশিষ্ট নাট্যজন, সামাজিক ও সাংস্কৃতিক গঠনের নেতৃবৃন্দসহ আমন্ত্রিত অতিথিগণ উপস্থিত ছিলেন। একই দিন বিকালে রাজবাড়ীর নাট্যাঙ্গনের ৫জন বিশিষ্ট নাট্যজন সৌমেন্দ্রনাথ পাল, গোলাম মওলা চৌধুরী সেলিম, প্রফেসর সৈয়দ আশরাফ আলী, এম বাচ্চু রহমান, ওলিউল হাসান মনজুকে সংবধনা প্রদান করা হয়। 
  প্রধান অতিথি হিসেবে সংবর্ধিত অতিথিদের সংবর্ধনা প্রদান করেন বাংলাদেশ গ্রাম থিয়েটারের সভাপতি নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চু। রাজবাড়ী থিয়েটারের সভাপতি আসাদুজ্জামান চৌধুরী বাবলার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে মাছরাঙ্গা টেলিভিশনের প্রধান সম্পাদক রেজোয়ান হক রাজা, বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক নাসিম শফি, নাট্যজন ঝুনা চৌধুরী, ভারতের রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত নাট্যজন প্রবীর গুহ উপস্থিত ছিলেন। 
  এছাড়াও আজ ১১ই ফেব্রুয়ারী সন্ধ্যা সাড়ে ৬টায় ঢাকার বাতিঘরের মাংকি ট্রায়াল ও রাত সাড়ে ৮টায় রাজবাড়ীর স্বদেশ নাট্যাঙ্গনের চন্দ্র গ্রহণ নাটক মঞ্চস্থ করা হবে। 
  আগামীকাল ১২ই ফেব্রুয়ারী বিকাল ৫টায় নাট্যোৎসবের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিেেসবে রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী, বিশেষ অতিথি হিসেবে সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সালমা চৌধুরী রুমা, জেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম শফিকুল মোরশেদ আরুজ, শিক্ষক ও গবেষক ড. বিল্পব বালা উপস্থিত থাকবেন। 
  সমাপনী অনুষ্ঠান শেষে একই দিন সন্ধ্যা সাড়ে ৬টায় কলকাতার অলটারনেটিভ লিভিং থিয়েটারের লং মার্চ ও রাত সাড়ে ৮টায় ফরিদপুরের বাংলা থিয়েটারের নাটক সাইরেন মঞ্চস্থ হবে বলে জানা যায়।

 

রাজবাড়ীতে জামায়াতে ইসলামীর উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
পরকীয়ার টানাপোড়েনে প্রবাসীর স্ত্রীকে হত্যা করে নোয়াখালী হেমায়েত॥পুলিশের অভিযানে গ্রেপ্তার
 পানিতে ডুবে বোনের মৃত্যুতে রাব্বির সুন্নতে খতনার অনুষ্ঠানের আনন্দ রূপ নিল বিষাদে!
সর্বশেষ সংবাদ