ঢাকা শনিবার, এপ্রিল ৫, ২০২৫
রাজবাড়ীতে মাদক মামলা থেকে স্ত্রী’র অব্যাহতির দাবীতে স্বামীর সংবাদ সম্মেলন
  • আশিকুর রহমান
  • ২০২৩-০২-১১ ১৩:৪৬:৪৪

আমি একসময় মাদক বিক্রি করতাম। মাদক মামলায় জেল খেটে বের হওয়ার পর অনুতপ্ত হয়ে এই অপকর্ম  ছেড়ে দেই। বর্তমানে আমি সৎ পথে উপার্জন করে জীবিকা নির্বাহ করছি। কিন্তু মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর আমাকে ভালো থাকতে দিচ্ছে না। আমার ও অন্তঃসত্ত্বা স্ত্রী’র বিরুদ্ধে মিথ্যা মাদকের মামলা দিয়ে আমাদের হয়রানী করা হচ্ছে। 
  গতকাল ১১ই ফেব্রুয়ারী সকাল সাড়ে ১১টায় সংবাদ সম্মেলন করে এভাবেই কথাগুলো বলছিলেন রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার নতুন পাড়া মাল্লাপট্টি ব্রিজ এলাকার মোঃ জাহাঙ্গীর হাওলাদার(৪৮)। 
  রাজবাড়ী সদর উপজেলার গোয়ালন্দ মোড় মিল মার্কেটে এই সংবাদ সম্মেলনের আয়োজন করেন তিনি। এসময় তার স্ত্রী মুক্তা খাতুন উপস্থিত ছিলেন।
  জাহাঙ্গীর হাওলাদার বলেন, আমি একসময় মাদক বিক্রি করতাম। ২০১৪ সালের একটি মাদক মামলায় আমার যাবজ্জীবন কারাদন্ড হয়। ওই মামলায় আমি তিন বছর জেল খেটে উচ্চ আদালতে আপীল করে অব্যাহতি পাই। ২০১৮ সালে আমি জেল থেকে বের হয়ে সিদ্ধান্ত নেই যে আর কোন অপকর্ম করবো না। এরপর আমি একটি প্রাইভেটকার কিনে চালাই এবং বাড়ির ওপর একটি মুদি দোকান দেই। মুদি দোকানটি আমার স্ত্রী মুক্তা খাতুন পরিচালনা করে। এভাবেই সৎ পথে উপার্জন করে আমি ও আমার স্ত্রী জীবিকা নির্বাহ করে আসছি। কিন্তু ২০২২ সালের ১৭ই ডিসেম্বর দিবাগত রাতে দৌলতদিয়া পোড়াভিটা এলাকা থেকে পারভীন আক্তার(৫০) নামে এক নারীকে ২০০ গ্রাম হেরোইনসহ গ্রেফতার করে রাজবাড়ী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সদস্যরা। এ ঘটনায় পরদিন ১৮ই ডিসেম্বর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের এসআই মোহাম্মদ শের আলম বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গোয়ালন্দ ঘাট থানায় একটি মামলা দায়ের করে। ওই মামলায় পারভীন আক্তারের পাশাপাশি আমাকে ও আমার ৯ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী মুক্তা খাতুনকে ২ ও ৩নং আসামী করা হয়। 
  জাহাঙ্গীর অভিযোগ করে বলেন, যেদিন পারভীন আক্তারকে গ্রেফতার করা হয় সেদিন আমি প্রাইভেটকার নিয়ে বরিশালে অবস্থান করছিলাম। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের এসআই মোহাম্মদ শের আলম স্থানীয় একটি কুচক্রী মহলের ইন্ধনে আমাকে ও আমার স্ত্রীকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে। বর্তমানে আমি ও আমার অন্তঃসত্ত্বা স্ত্রী আমাদের সাত বছর বয়সী ছেলেকে নিয়ে বিভিন্ন জায়গায় পালিয়ে বেড়াচ্ছি। এ হয়রানির প্রতিকার চেয়ে আমি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের মহাপরিচালকসহ কয়েকটি দফতরে লিখিত আবেদন জানিয়েছি। আমি এর সুষ্ঠু বিচার চাই।
  এ বিষয়ে রাজবাড়ী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের এসআই মোহাম্মদ শের আলম বলেন, জাহাঙ্গীর হাওলাদার ও তার স্ত্রী মুক্তা খাতুন পেশাদার মাদক বিক্রেতা। ১৭ই ডিসেম্বর সন্ধ্যার দিকে তারা তাদের হেরোইন পারভীন আক্তারের কাছে রেখে আসে। এরপর রাতে আমরা পারভীনকে গ্রেফতার করি। পারভীন নিজে আমাদের কাছে বলেছে যে, ওই হেরোইন জাহাঙ্গীর ও তার স্ত্রী মুক্তা রেখে এসেছে। যে কারণে মামলায় তাদের দু'জনকেও আসামী করা হয়েছে।

 

রাজবাড়ীতে জামায়াতে ইসলামীর উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
পরকীয়ার টানাপোড়েনে প্রবাসীর স্ত্রীকে হত্যা করে নোয়াখালী হেমায়েত॥পুলিশের অভিযানে গ্রেপ্তার
 পানিতে ডুবে বোনের মৃত্যুতে রাব্বির সুন্নতে খতনার অনুষ্ঠানের আনন্দ রূপ নিল বিষাদে!
সর্বশেষ সংবাদ