ঢাকা শনিবার, মে ১০, ২০২৫
প্রগ্রেসিভ আইডিয়াল একাডেমীর দু’দিন ব্যাপী বার্ষিক উৎসব শুরু
  • মোক্তার হোসেন
  • ২০২৩-০২-২৩ ১৫:০৪:৪৫

রাজবাড়ী জেলার পাংশা পৌরসভাধীন প্রগ্রেসিভ আইডিয়াল একাডেমীর দু’দিন ব্যাপী বার্ষিক উৎসব-২০২৩ গতকাল ২৩শে ফেব্রুয়ারী সকালে শুরু হয়েছে।
  জানা যায়, গতকাল বৃহস্পতিবার সকাল ৮টায় জাতীয় পতাকা ও ক্রীড়া পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। প্রগ্রেসিভ আইডিয়াল একাডেমীর ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ মনজুর রহমানের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পাংশা সরকারী কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাবেক বিভাগীয় প্রধান মোঃ সহিদুর রহমান এবং বিশেষ অতিথি হিসেবে ড. কাজী মোতাহার হোসেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ তোফাজ্জেল হোসেন ও কাজী আব্দুল মাজেদ একাডেমীর প্রধান শিক্ষক মুহাম্মদ শাহাদত আলী বক্তব্য রাখেন। 
  উদ্বোধন অনুষ্ঠানে একাডেমীর শিক্ষক, অভিভাবকবৃন্দ ও স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন। 
  গতকাল বৃহস্পতিবার সকাল ৮টায় আনন্দঘন পরিবেশে বার্ষিক উৎসবের উদ্বোধনের পর দিনভর খেলাধুলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতা চলে। আজ শনিবার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হবে।

 

রাজবাড়ীতে মডেল ঘরে পেঁয়াজ সংরক্ষণের সুফল পাচ্ছে কৃষকরা
কালুখালীতে বিএনপি নেতাকে ফাঁসানো হলো আওয়ামী লীগের লিফলেট বিতরণের মামলায়
বালিয়াকান্দিতে মহানাম সংকীর্তন পরিদর্শনে বিএনপি নেতা হারুন
সর্বশেষ সংবাদ