রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার কালিকাপুর ইউনিয়নের গতমপুর গ্রামে মাছ ধরতে গিয়ে পদ্মা নদীর কোলের পানিতে ডুবে আহসান মোল্লা(১৪) নামে এক কিশোর নিখোঁজ রয়েছে।
গতকাল ৩১শে আগস্ট দুপুরে এ ঘটনা ঘটে। নিখোঁজ আহসান মোল্লা গতমপুর গ্রামের আক্কাস মোল্লার নাতি এবং স্থানীয় এ.জেড ছাকেন উদ্দিন উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণীর ছাত্র ছিল। খুব ছোটবেলায় মা-বাবার মধ্যে বিবাহ বিচ্ছেদ হয়ে যাওয়ার পর থেকে সে তার মা আফরোজা বেগমের সাথে নানা আক্কাস মোল্লার বাড়ীতেই বসবাস করে আসছিল।
প্রত্যক্ষদর্শী আসলাম মোল্লা বলেন, ঘটনার সময় আমি একটু দূরে ছিলাম। সাঁতরে পদ্মা নদীর কোল পার হওয়ার সময় আহসানকে ডুবে যেতে দেখি। তাৎক্ষণিকভাবে তাকে বাঁচানোর জন্য তার দিকে এগিয়ে যাই। কিন্তু তাকে আর খুঁজে পাইনি।
কালুখালী উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) শেখ নুরুল আলম জানান, আমি সংবাদ পেয়ে তাৎক্ষণিক পাংশা ফায়ার সার্ভিসকে বিষয়টি অবহিত করি। প্রাথমিক পর্যায়ে অনেক খোঁজার পরও পাওয়া না যাওয়ায় ঢাকা থেকে ডুবুরী এনে তল্লাশীর ব্যবস্থা করি। তা সত্ত্বেও এখন পর্যন্ত তার কোন সন্ধান পাওয়া যায়নি।