ঢাকা সোমবার, এপ্রিল ২৮, ২০২৫
গোয়ালন্দের পদ্মার চর থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার
  • আবুল হোসেন
  • ২০২০-০৮-৩১ ১৫:০৮:৩৬

রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নের উত্তর কাউয়াজনি এলাকায় পদ্মা নদীর চর থেকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার হয়েছে। 
  গতকাল ৩১শে আগস্ট দুপুরে স্থানীয়রা কলা গাছ ও মাটি দিয়ে চাপা দেয়া লাশটি দেখতে পেয়ে গোয়ালন্দ ঘাট থানায় খবর দিলে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে। লাশের ডান হাত ও পিঠে কোপানোর(ধারালো অস্ত্রের আঘাতের) চিহ্ন পাওয়া গেছে। লাশটি গত ২৭শে আগস্ট থেকে নিখোঁজ থাকা একই ইউনিয়নের (দেবগ্রাম) উত্তর চর পাঁচুরিয়া গ্রামের ৯ম শ্রেণীর ছাত্র মিরাজ খাঁ(১৫) এর বলে অনেকে ধারণা করলেও মিরাজের পরিবার লাশটি ‘নিশ্চিতভাবে’ শনাক্ত করতে পারেনি। 
  গোয়ালন্দ ঘাট থানার পরিদর্শক(তদন্ত) আব্দুল্লাহ আল তায়াবীর জানান, এখনো লাশের কোন পরিচয় পাওয়া যায়নি। পচন ধরার কারণে নিখোঁজ স্কুল ছাত্র মিরাজের পরিবারও লাশটি শনাক্ত করতে পারেনি। সুরতহাল রিপোর্ট প্রস্তুত শেষে ময়না তদন্তের জন্য লাশটি রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

 

গোয়ালন্দের অন্তার মোড়ে পদ্মা নদী থেকে ১ব্যক্তির মাথাবিহীন অর্ধগলিত লাশ উদ্ধার
গোয়ালন্দে রাখালগাছি পদ্মা নদীতে প্রবাসী আল আমিন হত্যা॥ফুপাতো বোন জামাই মেগা গ্রেপ্তার
দৌলতদিয়ায় মাছ বিক্রিতে অতিরিক্ত খাজনা আদায় বন্ধের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ
সর্বশেষ সংবাদ