রাজবাড়ীতে বাল্যবিবাহ বিরোধ আইন, বিধিমালা, জেন্ডার সমতা ও শিশু অধিকার বিষয়ে সাংবাদিকদের নিয়ে ওরিয়েন্টেশন কর্মশালা হয়েছে।
গতকাল ২৭শে ফেব্রুয়ারী সকালে রাজবাড়ী অফিসার্স ক্লাবে ঢাকা আহ্ছানিয়া মিশনের আয়োজনে ও রাজবাড়ী জেলা প্রশাসন এবং জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের সহযোগিতায় এ কর্মশালায় অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক আবু কায়সার খানের সভাপতিত্বে বাল্যবিবাহ বিরোধ আইন ও বিধিমালা তুলে ধরে পাওয়ারপয়েন্ট উপস্থাপনা করেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট সূবর্ণা রানী সাহা।
আলোচনায় অংশগ্রহণ নেন জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ আজমীর হোসেন, জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার এনডিসি মোঃ রফিকুল ইসলাম, সহকারী কমিশনার বিপুল শিকদার, রাজবাড়ী প্রেসক্লাবের সভাপতি খান মোঃ জহুরুল হক, সাধারণ সম্পাদক খোন্দকার আব্দুল মতিন, সহ-সভাপতি কাজী আব্দুল কুদ্দুস বাবু, সহ-সম্পাদক জাহাঙ্গীর হোসেন, সিনিয়র সাংবাদিক ও বাংলাভিশনের জেলা প্রতিনিধি এম দেলোয়ার হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে সঞ্চালনা করেন ঢাকা আহ্ছানিয়া মিশনের জেলা সমন্বয়ক জেরিন আফরোজ। এ সময় জেলা সদরে কর্মরত ২৫ জন বিভিন্ন প্রিন্ট ও ইলেক্টনিক মিডিয়ার সাংবাদিক উপস্থিত ছিলেন।
কর্মশালার সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, বর্তমানে দেশে আমাদের যে সমস্ত সামাজিক সমস্যা রয়েছে তার মধ্যে বাল্যবিবাহ একটি অন্যতম প্রধান সমস্যা। এই সমস্যাকে দেশ থেকে দূর করার জন্য সর্বপ্রথম দেশের তৃনমূল পর্যায়ের জনসাধারণের মধ্যে বাল্যবিবাহের কুফল সম্পর্কে ব্যাপক গণসচেতনতা সৃষ্টি করতে হবে। আর এ ক্ষেত্রে দেশের মাঠ পর্যায়ের সাংবাদিকগণ তাদের মিডিয়াতে প্রচারের মাধ্যমে দেশের তৃনমূল পর্যায়ের জনসাধারণের সবচেয়ে সচেতন করতে পারে বলে সরকার মনে করে। সেই কারণে সরকার বাল্যবিবাহ প্রতিরোধ প্রকল্পের আওতায় সর্বপ্রথম জেলা পর্যায়ের সংবাদিকদের কর্মশালার আয়োজন করেছে। আমি আশা করি সরকারের এই বাল্যবিবাহ বন্ধের উদ্যোগ বাস্তবায়নে রাজবাড়ী জেলার সাংবাদিকগণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
তিনি আরো বলেন, করোনা পূর্ববর্তী সময়ে সরকারের জনসচেতনতা বৃদ্ধি, আইনপ্রয়োগসহ বিভিন্ন উদ্যোগের কারণে দেশে বাল্য বিবাহ অনেকটাই কমে এসেছিল। কিন্তু যখনই সারা বিশে^র ন্যায় আমাদের দেশে মহামারী করোনার প্রভাবে সবকিছু স্থবির হয়ে মানুষের আয় কমে যাওয়া, আইন প্রয়োগে সিথিলতা ও তদারকির কম হওয়ায় দেশের তৃণমূল পর্যায়ের কন্যাদায়গ্রস্থ পিতা-মাতা কন্যাদায়মুক্ত হতে তাদের কন্যাদের বয়স না হওয়ার পরেও গোপনে বিয়ে দেয়। যাতে করে দেশে পুনরায় বাল্য বিবাহ বৃদ্ধি পায়। সে কারণে সরকার ২০৪১ সালের স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে দেশ থেকে বাল্যবিবাহ পুরোপুরি বন্ধ করতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ ও বাস্তবায়ন করেছে। সরকারের এই উদ্যোগের পাশাপাশি আমরা সকলে সচেতন থাকলে ভবিষ্যতের স্মার্ট বাংলাদেশে আর কোন বাল্যবিবাহ অভিশাপ থাকবেনা বলে আমি বিশ^াস করি।
এছাড়াও তিনি ব্যাল বিবাহের কুফল, সচেতনতাবৃদ্ধি, আইনের প্রয়োগসহ বিভিন্ন বিষয় তুলে ধরেন ও রাজবাড়ীবাসীকে বাল্যবিবাহ বন্ধে বাল্যবিবাহ সম্পর্কে প্রাশসনকে তথ্য দিয়ে সহযোগিতার আহবান জানান।
উল্লেখ্য যে, কর্মশালায় বাল্যবিবাহ বিরোধ আইন-২০১৭, বাল্যবিবাহ বিরোধ বিধিমালা-২০১৮, জেন্টার সম্পর্কে ধারনা, জেন্ডার সমতা, বাল্যবিবাহের সাথে জেন্ডার সমতা কিভাবে যুক্ত, শিশু সুরক্ষার সাথে বাল্যবিবাহের সম্পর্ক, শিশু সুরক্ষায় করণীয়, বাল্যবিবাহ আইনের উদ্দেশ্য, মিডিয়া কর্মীদের নিজেদের ভূমিকা চিহ্নিতকরণ ও উপস্থাপনসহ বিভিন্ন বিষয়ে কর্মশালায় আলোচনা করা হয়।