ঢাকা বৃহস্পতিবার, এপ্রিল ৩, ২০২৫
গোয়ালন্দে জাতীয় বীমা দিবসে র‌্যালী-আলোচনা সভা অনুষ্ঠিত
  • মইনুল হক মৃধা
  • ২০২৩-০৩-০২ ০০:৫১:১৭

রাজবাড়ী জেলার গোয়ালন্দে জাতীয় বীমা দিবস উপলক্ষে গতকাল ১লা মার্চ সকালে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
  উপজেলা প্রশাসনের আয়োজনে র‌্যালীটি উপজেলা পরিষদ চত্ত্বর থেকে বের হয়ে মহাসড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। এরপর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 
  উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাকির হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস পারভীন, উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ আশরাফুর রহমান, ডেলটা লাইফ ইন্সুরেন্স কোম্পানীর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট গোলাম মোস্তফা খাঁন, ডিজিএম মোঃ শামছুল হক ও গোয়ালন্দ প্রেসক্লাবের সভাপতি রাশেদুল হক রায়হান প্রমুখ বক্তব্য রাখেন। এ সময় বিভিন্ন বীমা কোম্পানীর কর্মকর্তা-কর্মচারীগণ ও গ্রাহকগণসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। 
  অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা দেওয়ান তোফায়েল হোসেন।

 

ঈদযাত্রায় স্বস্তি ঃ দৌলতদিয়া ঘাটের সার্বিক পরিস্থিতি পরিদর্শনে পুলিশ সুপার
ঈদযাত্রায় দৌলতদিয়ায় ভিড় বাড়লেও ভোগান্তি ছাড়াই বাড়ি ফিরছে মানুষ
আমরা সনাতনী যুবক সংগঠনের উদ্যোগে ঈদ উপহার বিতরণ
সর্বশেষ সংবাদ