রাজবাড়ী জেলার পাংশা উপজেলা প্রশাসনের উদ্যোগে ‘আমার জীবন আমার সম্পদ বীমা করলে থাকবে নিরাপদ’ প্রতিপাদ্যকে সামনে রেখে গতকাল ১লা মার্চ জাতীয় বীমা দিবস-২০২৩ পালিত হয়েছে। এ উপলক্ষে র্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়।
পাংশা উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথিদের মধ্যে পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ফরিদ হাসান ওদুদ ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ জালাল উদ্দিন বিশ্বাস বক্তব্য রাখেন। স্বাগত বক্তব্য রাখেন ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেডের এজিএম শেখ মিঠু রানা। উপস্থাপনা করেন পাংশা উপজেলা নির্বাহী অফিসারের দপ্তরের সার্টিফিকেট সহকারী হাবিব হোসেন হাফিজ।
অনুষ্ঠানে পাংশা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রতন কুমার ঘোষ, প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ শাহাদাৎ হোসেন, নির্বাচন কর্মকর্তা মোঃ আব্দুল আলীম, মৎস্য কর্মকর্তা মোঃ সাঈদ আহমেদ, পপুলার লাইফ লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের আল আমীন বীমার এজিএম মোঃ শহিদুল ইসলাম, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন বীমার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
অতিথিবৃন্দ ও অনুষ্ঠানের সভাপতি বীমা শিল্পের উন্নয়ন ও বীমার গুরুত্ব সম্পর্কে জনসচেতনতা সৃষ্টির গুরুত্বারোপ করেন। একই সাথে বীমার প্রাপ্য টাকা পেতে গ্রাহকরা যেনো হয়রানীর শিকার না হয় সে বিষয়ে বীমা কর্মকর্তাদের দায়িত্বশীলভাবে কাজ করার আহবান জানান তারা।
এদিকে উপজেলা প্রশাসন ছাড়াও ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, পপুলার লাইফ লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ও স্থানীয় অন্যান্য লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির কর্মকর্তা ও গ্রহকরা ব্যানারসহ জাতীয় বীমা দিবসের কর্মসূচিতে যোগদান করে।