ঢাকা রবিবার, মে ২৫, ২০২৫
রাজবাড়ীতে জাতীয় বীমা দিবস পালিত
  • আসাদুজ্জামান নুর
  • ২০২৩-০৩-০২ ০০:৫৬:২০

‘আমার জীবন আমার সম্পদ, বীমা করলে থাকবে নিরাপদ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীতে নানা আয়োজনে জাতীয় বীমা দিবস পালিত হয়েছে। 

গতকাল ১লা মার্চ সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বেলুন উড়িয়ে দিবসটির উদ্বোধন করা হয়। এরপর জেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালীটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।   

  উদ্বোধন ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী বক্তব্য রাখেন।

  জেলা প্রশাসক আবু কায়সার খানের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ ইব্রাহিম টিটন, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) সূবর্ণা রাণী সাহা বক্তব্য রাখেন।

  জেলা প্রশাসনের সহকারী কমিশনার শিবরাজ চৌধুরীর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানীর আঞ্চলিক পরিচালক আলাউদ্দিন আলাল আজাদ, রাজবাড়ী জেলা ইন্স্যুরেন্স এসোসিয়েশনের সভাপতি ফকীর শাহাদাত হোসেন, সম্পাদক মোঃ মোজ্জামেল হক ও সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড ফরিদপুর অঞ্চলের সহ-সভাপতি এম এ আজিজ মুন্সী প্রমুখ বক্তব্য রাখেন। 

  প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব কাজী কেরামত আলী বলেন, আজ অগ্নিঝরা মাচের্র ১ তারিখ। এই মার্চ মাসের ৭ তারিখ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতির উদ্দেশ্য ভাষণ দিয়েছিলেন এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। সেই সাথে এই মাসের ১৭ মার্চ জাতির জনক বঙ্গবন্ধুর জন্মদিন, ২৬শে মার্চ স্বাধীনতার দিবস এই জন্য মার্চ মাস বাঙালি জাতির জন্য গুরুত্বপূর্ণ মাস। এই মাসের পহেলা মার্চকে আমাদের নেত্রী বীমা দিবস হিসেবে ঘোষণা দিয়েছিলেন। আমাদের দেশ যখন উন্নয়নশীল দেশ থেকে উন্নত দেশ হবে তখন বীমা সবার জন্য বাধ্যতামূলক হয়ে যাবে। উন্নত বিশ্বে বীমা বাধ্যতামূলক। একসময় শুধু জীবন বীমা ছিলো সরকারী ভাবে। এখন চিকিৎসা বীমাসহ বিভিন্ন বীমা চালু রয়েছে। জানতে পারলাম এখন রাজবাড়ীতেই ২২টা বীমা কোম্পানী রয়েছে। 

  তিনি আরও জানান, জাতির জনক বঙ্গবন্ধু তার জীবনে একটা চাকরী করেছিলেন সেটা বীমা কোম্পানীতে। আমি নিজেও বীমা করেছি। আমরা অনেকেই বীমা করি ঠিকমতো প্রিমিয়াম জমা দেই না পরে দোষারোপ করি বীমা কোম্পানীকে। সেই সাথে বীমা কোম্পানীগুলোকে বলবো জনগণকে সচেতন করতে হবে তাদের আস্থা অর্জন করতে হবে। গ্রাহকের দাবীর টাকা যথাসময়ে পরিশোধ করে মানুষের আস্থা অর্জন করতে হবে। 

  সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক আবু কায়সার খান বলেন, দেশ এগিয়ে যাচ্ছে শিক্ষিত যুব সমাজ পশুপালন, মৎস্য খামার, হাঁস-মুরগী পালন করছে কিন্তু এদের একটা অংশ এখনো আমরা বীমার আওতায় আনতে পারি নাই। এদেরকে বীমার আওতায় আনতে কাজ করতে হবে। বীমা কোম্পানীর প্রতিনিধি যারা আছেন যখন গ্রাহককে বীমা করাবেন তার কি কি কাগজপত্র লাগবে বিষয়টা ভালো করে বুঝিয়ে বলতে হবে। অনেক সময় দেখা যায় বীমাকারীর বীমার টাকা দাবী করার সময় বলা হচ্ছে এটি করা নাই। ফলে  গ্রাহক ঠিকমতো বীমার সুবিধাটা নিতে পাচ্ছে না। ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলতে ব্যাংক ও বীমার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ব্যাংকের কাজ হচ্ছে তাকে পুঁজি দেওয়া। বীমার কাজ হচ্ছে কোন কারণে ক্ষতিগ্রস্ত হলে পুনরায় নতুনভাবে পুঁজি সরবরাহ করে ব্যবসা পরিচালনায় সাহায্য করা। ব্যাংক এবং বীমা দেশের উন্নয়নে ভূমিকা পালন করে যাচ্ছে। সবাই মিলে একসাথে কাজ করে জাতির জনকের স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলতে কাজ করতে হবে।

পাংশায় পদ্মা ব্যারেজ নির্মাণসহ রাজবাড়ীকে এগিয়ে নিতে এখনই সময় সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করা--খৈয়ম
 রাজবাড়ী জেলা বিএনপির আহ্বায়ক এডঃ লিয়াকত আলীর বাড়িতে চুরি
রাজবাড়ী-১ আসনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী সালাম মিয়া
সর্বশেষ সংবাদ