রাজবাড়ী জেলা ক্রীড়া অফিসের আয়োজনে গতকাল ২রা মার্চ কালুখালী উপজেলার খাগজানা উচ্চ বিদ্যালয়ের মাঠে অ্যাথলেটিক্স প্রতিযোগিতা ও গ্রামীণ খেলা অনুষ্ঠিত হয়েছে।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচী ২০২২-২০২৩ এর আওতায় এ অ্যাথলেটিক্স প্রতিযোগিতা ও গ্রামীণ খেলা অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার শাহ্ মোঃ সজীব।
জেলা ক্রীড়া অফিসার মোঃ শাহীন সুলতান রাজার সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস এম নাসিমা আক্তার, সরকারী মাধ্যমিক শিক্ষা অফিসার জয়ন্ত কুমার দাস, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ইসতিয়াক হোসেন চৌধুরী রানা, খাগজানা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফিরোজা পারভীন ও কালুখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আইয়ুব আলী প্রমুখ বক্তব্য দেন।
এ সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকমন্ডলী, শিক্ষার্থী ক্রীড়াবিদ এবং বিপুল সংখ্যক দর্শক উপস্থিত ছিলেন।
গ্রাম বাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্য ফিরিয়ে আনার জন্য বালকদের মোড়ক লড়াই ও বালিকাদের রশি লাভ খেলার আয়োজন করা হয়। এ প্রতিযোগিতায় উপজেলার ৯টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ১১০ জন বালক ও ৬০ জন বালিকা ২টি গ্রামীণ খেলাসহ মোট ২৩টি ইভেন্টে অংশ গ্রহণ করে।