রাজবাড়ীতে বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের ওপর হামলার মামলায় সদর উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জয় মিজি (২৬)কে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল ২০শে নভেম্বর দুপুর আড়াইটার দিকে রাজবাড়ী সদর উপজেলার বাগমারা মোড় থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত জয় মিজি সদর উপজেলার মিজানপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান টুকু মিজির ছেলে।
জানা গেছে, গত ৫ই আগস্ট দুপুর সোয়া ১টার দিকে গোয়ালন্দ মোড়ের করিম পেট্রোল পাম্পের সামনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে আন্দোলনরত শিক্ষার্থী, অভিভাবক, সাধারণ জনগণের ওপর আওয়ামী সন্ত্রাসীরা দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে হামলা করে। এছাড়াও তাদের ওপর বোমা নিক্ষেপসহ আগ্নেয়াস্ত্র দিয়ে গুলিবর্ষণ করে। এ সময় সন্ত্রাসীদের মারপিট, গুলিবর্ষণ ও বোমা নিক্ষেপে কয়েকজন শিক্ষার্থী আহত হয়।
এ ঘটনায় গত ২রা অক্টোবর সদর উপজেলার খানখানাপুর ইউনিয়নের ব্র্যাকপাড়া গ্রামের ইদ্রিস ফকিরের ছেলে শাহিন ফকির(৩৮) বাদী হয়ে সদর থানায় ৮৭ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত নামা ১৫০/২০০ জনকে আসামী করে মামলা দায়ের করেন। জয় মিজি ওই মামলায় এজাহার নামীয় আসামী।
মামলার বাদী শাহিন ফকির জানান, গত ৫ই আগস্ট গোয়ালন্দ মোড়ে করিম পেট্রোল পাম্পের সামনে বৈষম্য বিরোধী আন্দোলনকে নৎসাত করার জন্য আওয়ামী সন্ত্রাসীরা হামলা চালায়। এসময় সন্ত্রাসীদের হামলায় আমার আপন ভাই রেজাউল করিম ও মা রাহেলা বেগমসহ আরও অনেকে গুলিবিদ্ধ হয়। এ ঘটনায় আমি ৮৭ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত ১৫০/২০০ জনকে আসামী করে সদর থানায় মামলা দায়ের করি।
অপরদিকে, গত ১৮ই জুলাই বিকেল ৩টার দিকে কোটা সংস্কার আন্দোলনে বৈষম্য বিরোধী ছাত্র, অভিভাবক ও শিক্ষকরা রাজবাড়ী শহরের বড়পুল মোড়ে অবস্থান নেয়। এ সময় বিকেল ৩টা ৪০ মিনিটের দিকে পূর্বপরিকল্পনা অনুযায়ী আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা দেশীয় অস্ত্র, আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ নিয়ে অতর্কিতভাবে আন্দোলনকারীদের ওপর হামলা চালায়।
এ ঘটনায় গত ৩০শে আগস্ট শিক্ষার্থী রাজিব মোল্লা বাদী হয়ে রাজবাড়ী সদর থানায় একটি মামলা দায়ের করে। এ মামলাতেও গ্রেফতারকৃত জয় মিজি এজাহার নামীয় আসামী।
গ্রেপ্তারের বিষয়ে রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ মাহমুদুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সদর উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জয় মিজিকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আজ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।