ঢাকা শুক্রবার, অক্টোবর ৩১, ২০২৫
পাংশা সরকারী কলেজের ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
  • পাংশা প্রতিনিধি
  • ২০২৩-০৩-২২ ১৬:০৬:৪৬

রাজবাড়ী জেলার পাংশা সরকারী কলেজে গতকাল ২২শে মার্চ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
  জানা যায়, গতকাল বুধবার সকাল ১১টায় ক্রীড়া প্রতিযোগিতার কর্মসূচি শুরু হয়। দিনভর ছাত্র ও ছাত্রীদের ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শেষে বিকাল ৪টায় পুরস্কার বিতরণ করা হয়।
  পাংশা সরকারী কলেজ শিক্ষক পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক একেএম শরিফুল মোরশেদ রনজুর সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পাংশা সরকারী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নূশরাত হাছনীন।
  উপস্থাপনা করেন সমাজবিজ্ঞান বিভাগের প্রভাষক এবিএম ফরিদ আহমেদ, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক রফিকুল ইসলাম ও সমাজবিজ্ঞান বিভাগের প্রভাষক ও কলেজ শিক্ষক পরিষদের সাবেক কোষাধ্যক্ষ আব্দুর রউফ।
  অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে মোঃ মনজুর কাদের মাসুদ, পাংশা সরকারী কলেজের রাস্ট্রবিজ্ঞান বিভাগের সাবেক বিভাগীয় প্রধান মোঃ সহিদুর রহমান, উদ্ভিদ বিজ্ঞান বিভাগের সাবেক বিভাগীয় প্রধান মোঃ ফজলুর রহমান, কলেজের বিভিন্ন বিভাগের প্রধানগণ, কলেজের প্রভাষকবৃন্দ ও স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার বিশিষ্ট ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।
  উল্লেখ্য,গত ১৯শে মার্চ উদ্বোধনের পর বৈরী আবহাওয়ার কারণে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার কর্মসূচি স্থগিত করা হয়। 

 

 গোয়ালন্দে নবাগত ইউএনও সাথী দাসের দায়িত্ব গ্রহণ
 রাজবাড়ীতে মৃত্যুবরণকারী ও গুরুতর আহত ৪জন সরকারী কর্মচারীর মাঝে অনুদানের চেক বিতরণ
 খানখানাপুরে ৩১দফা বাস্তবায়নে বিএনপি’র মতবিনিময় অনুষ্ঠিত
সর্বশেষ সংবাদ