রাজবাড়ী জেলার পাংশা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে গতকাল ৩০শে মার্চ এসএসসি ও এসএসসি (ভোক) পরীক্ষা-২০২৩ এর কেন্দ্র কমিটি গঠন বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে কেন্দ্র সচিবদের পক্ষ থেকে নবাগত উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জাফর সাদিক চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
জানা যায়, গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জাফর সাদিক চৌধুরীর সভাপতিত্বে মতবিনিময় সভায় পাংশা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদ, পাংশা জর্জ সরকারী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রাশেদা খাতুন, মাছপাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও রাজবাড়ী জেলা পরিষদের সংরক্ষিত ওয়ার্ডের সদস্য সফুরা খাতুন, পাংশা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সান্তনা দাস ও এয়াকুব আলী চৌধুরী বিদ্যপাীঠের প্রধান শিক্ষক মোঃ মোতাহার হোসেন প্রমূখ বক্তব্য রাখেন। উপস্থাপনা করেন উদয়পুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুল আলম। মতবিনিময় সভায় পরীক্ষার কেন্দ্র, ভেন্যু ও পরীক্ষা সংশ্লিষ্ট বিষয়ে তথ্য উপস্থাপন করেন কেন্দ্র সচিবগণ।
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী আগামী ৩০শে এপ্রিল অনুষ্ঠিতব্য এসএসসি ও সমমানের পরীক্ষার কর্মসূচি যথাযথ প্রক্রিয়ায় বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলের দায়িত্বশীল ভাবে কাজ করার গুরুত্বারোপ করেন। মতবিনিময় সভায় পাংশা উপজেলার ৩৭টি মাধ্যমিক পর্যায়ের স্কুলের প্রধান শিক্ষকগণ উপস্থিত ছিলেন।