“এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ী সদর উপজেলার সূর্যনগর দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে শুরু হয়েছে ৩ দিনব্যাপী তারুণ্য উৎসব।
গতকাল ১৩ই জানুয়ারী বিদ্যালয়ের মাঠে আনুষ্ঠানিকভাবে এ তারুণ্য উৎসবের উদ্বোধন করেন সূর্যনগর দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সালাম বিশ্বাস।
এ সময় বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ আবু জাফর সরদার, সহকারী শিক্ষক শওকত আলী, মোঃ রওশন আরা বেগম, মোহাম্মদ আব্দুর রাজ্জাক মোল্লা, মোঃ জালাল উদ্দিন মোল্লা, নিলুফা বেগম, মোঃ ফরিদ দেওয়ান, শামসুন্নাহার, মুসা, চঞ্চল রায়সহ বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
মেলায় বিদ্যালয়ের মাঠে শিক্ষার্থীদের অংশ গ্রহণে ৫টি স্টল প্রদর্শন করা হয়েছে। প্রতিটি স্টলে শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী, গ্রাম বাংলার ঐতিহ্যবাহী বিভিন্ন ধরনের পিঠা, সাহিত্য ও সংস্কৃতি, জুলাই বিপ্লবের প্রেক্ষাপট ও বিভিন্ন কার্যক্রমের তথ্যচিত্র তুলে ধরা হয়। আগামী ১৫ই জানুয়ারী এ মেলা সমাপ্ত হবে।