ঢাকা মঙ্গলবার, জানুয়ারী ১৪, ২০২৫
রাজবাড়ীর নবাগত জেলা প্রশাসক সুলতানা আক্তারের দায়িত্ব গ্রহণ
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৫-০১-১৩ ১৪:২৪:২০

রাজবাড়ীর ২৬তম জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে যোগদান করেছেন সুলতানা আক্তার।

 গতকাল ১৩ই জানুয়ারী সকাল সাড়ে ১০টায় তার অফিস কক্ষে বিদায়ী জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার কাছ থেকে দায়িত্বভার গ্রহণ করেন তিনি। ইতিপূর্বে তিনি বাণিজ্য মন্ত্রণালয়ের(রপ্তানি-২ শাখার) উপসচিব পদে কর্মরত ছিলেন। 

 দায়িত্ব গ্রহণের পর তিনি তার সততা ও নিষ্ঠার সাথে অর্পিত দায়িত্ব পালনে কর্মকর্তা-কর্মচারীদের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।

 এর আগে গতকাল ১৩ই জানুয়ারী সকালে তিনি জেলা প্রশাসক কার্যালয়ে এসে পৌঁছালে স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক ও রাজবাড়ী পৌরসভার প্রশাসক মল্লিকা দে, অতিরিক্ত জেলা প্রশাসকগণ, জেলা প্রশাসনের সহকারী কমিশনারগণ ও জেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীগণ তাকে ফুলের অভ্যর্থনা জানান।

 দায়িত্বভার গ্রহণ শেষে তিনি ট্রেজারি শাখা পরিদর্শনে গেলে সেখানে জেলা পুলিশের হাউজ গার্ড দল তাকে গার্ড অব অনার প্রদান করেন।

 এ সময় স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক মল্লিকা দে, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ মাহফুজুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ তারিফ-উল-হাসান, নেজারত ডেপুটি কালেক্টরেট(এনডিসি) নাহিদ আহমেদ, রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারিয়া হকসহ জেলা প্রশাসক কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার ও সহকারী কমিশনারগণ এবং কালেক্টরেটের সকল কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

 জানা গেছে, রাজবাড়ীর নতুন জেলা প্রশাক সুলতানা আক্তার ২৭তম বিসিএস(প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা। তিনি ২০০৮ সালের নভেম্বরে বাংলাদেশ সিভিল সার্ভিসে চাকুরীর শুরুতে মানিকগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ে সহকারী কমিশনার হিসেবে যোগদান করেন। এরপর তিনি নরসিংদী জেলার রায়পুর উপজেলার সহকারী কমিশনার(ভূমি) হিসেবে দায়িত্ব পালন করেন। পরে ২০১৩ সালে উচ্চ শিক্ষার জন্য তিনি যুক্তরাজ্যে গমন করেন। উচ্চ শিক্ষা শেষ করে কিশোরগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ে সিনিয়র সহকারী সচিব হিসেবে যোগদান করেন। পরে তিনি কিশোরগঞ্জ জেলার তাড়াইল উপজেলার উপজেলা নির্বাহী অফিসার হিসেবে দায়িত্ব পালন শেষে জ্বালানি মন্ত্রণালয় ও শিক্ষা মন্ত্রণালয়ে সিনিয়র সহকারী সচিব দায়িত্ব পালন করেন। ২০২১ সালে তিনি উপসচিব পদে পদোন্নতি পান। সর্বশেষ তিনি বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব (রপ্তানি-২ শাখা) পদে দায়িত্ব পালন করেছেন। নতুন জেলা প্রশাসক সুলতানা আক্তার ফেনী জেলার পরশুরাম উপজেলার বাসিন্দা।

 উল্লেখ্য, গত ৯ই জানুয়ারী রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখার উপসচিব আমিনুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব (রপ্তনি-২ শাখা) সুলতানা আক্তারকে রাজবাড়ীর ২৬তম জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দেওয়া হয়। একই আদেশে নারায়ণগঞ্জের জেলা প্রশাসক হিসেবে বদলি হওয়া রাজবাড়ীর বিদায়ী জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা গতকাল ১৩ই জানুয়ারী নতুন কর্মস্থলে যোগদানের উদ্দেশ্য রাজবাড়ী ত্যাগ করেন। তিনি ২ মাস ১০ দিন তিনি জেলার ২৫তম জেলা প্রশাসক হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন।

রাজবাড়ীর নবাগত জেলা প্রশাসক সুলতানা আক্তারের দায়িত্ব গ্রহণ
রাজবাড়ী শহর থেকে গ্রাম পর্যন্ত মানুষের মধ্যে সম্প্রীতি নষ্ট করেছে আওয়ামী লীগ
 সূর্যনগর দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ে ৩দিনব্যাপী তারুণ্য উৎসব শুরু
সর্বশেষ সংবাদ